Breaking

WBP Constable Practice Set 2021 in Bengali PDF

WBP Constable Preliminary Practice Set 2021 in Bengali PDF | Part-01
WBP Constable Practice Set 2021 in Bengali PDF 
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBP Constable Preliminary Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক 100টি প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 

► WBP Constable Practice Set : 

01. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
ⓐ রামদাস
ⓑ তেগ বাহাদুর
ⓒ অর্জুনদেব
ⓓ গোবিন্দ সিং

02. সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?
ⓐ 1926 সালে
ⓑ 1936 সালে
ⓒ 1946 সালে
ⓓ 1956 সালে

03. ‘মারাঠা রাজনীতির চাণক্য’ কাকে বলা হয় ?
ⓐ দ্বিতীয় বাজীরাও
ⓑ বালাজি বিশ্বনাথ
ⓒ নানা ফড়নবিশ
ⓓ মহাদজি সিন্ধিয়া

04. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?
ⓐ জওহরলাল নেহরু
ⓑ ড. রাজেন্দ্র প্রসাদ
ⓒ ড. বি. আর. আম্বেদকর 
ⓓ কোনোটিই নয় 

05. “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” —কে বলেছিলেন ?
ⓐ ফজলুক হক 
ⓑ লর্ড কার্জন 
ⓒ স্ট্যাফোর্ড ক্রিপস
ⓓ লর্ড মাউন্টব্যাটেন

06. “হিন্দুস্থানের তোতাপাখি” কে ?
ⓐ আমির খসরু
ⓑ মালিক মহম্মদ জয়সী
ⓒ রায় ভনমল
ⓓ পুরন্দর খান

07. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?
ⓐ রাজ রাজ 
ⓑ প্রথম রাজেন্দ্র চোল
ⓒ দ্বিতীয় রাজেন্দ্র চোল
ⓓ রাজাধিরাজ

08. ‘ভূগোলের জনক’ কাকে বলা হয় ?
ⓐ এরাটোস্থেনিস
ⓑ প্লেটো
ⓒ অ্যারিস্টটল
ⓓ টলেমি

09. কাকে ‘শিশুচাঁদ’ বলা হয় ?
ⓐ ঈগল
ⓑ স্পুতনিক-1
ⓒ লুনিক-9
ⓓ শুক্র

10. মহাকাশ গবেষণায় ভারতের স্থান কত?
ⓐ দ্বিতীয়
ⓑ তৃতীয়
ⓒ চতুর্থ
ⓓ পঞ্চম

11. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?
ⓐ থর
ⓑ কালাহারী
ⓒ সাহারা
ⓓ আটাকামা

12. ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হল—
ⓐ হুইলারদ্বীপ
ⓑ থুম্বা
ⓒ শ্রীহরিকোটা
ⓓ সবকটিই

13. কালাহারি মরুভূমি কোথায় ?
ⓐ মধ্য প্রাচ্য
ⓑ উত্তর আফ্রিকা
ⓒ চীন
ⓓ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা

14. ‘কেশরী’ পত্রিকা কে প্রকাশ করেন ?
ⓐ বাল গঙ্গাধর তিলক
ⓑ লালা লাজপত রায়
ⓒ অরবিন্দ ঘোষ
ⓓ বিপিনচন্দ্র পাল

15. ‘C. R. Formula’-র প্রবর্তক কে ?
ⓐ চিত্তরঞ্জন দাস
ⓑ বল্লভভাই প্যাটেল
ⓒ মহম্মদ আলি জিন্নাহ
ⓓ চক্রবর্তী রাজাগোপালাচারী

16. ‘দি ইন্ডিয়ান মুসলমান’ গ্রন্থের লেখক কে ?
ⓐ চৌধুরী রহমত আলি
ⓑ মহম্মদ আলি জিন্নাহ
ⓒ উইলিয়াম হান্টার
ⓓ আবুলকালাম আজাদ

17. কোনো টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এ যথাক্রমে 5500 ও 5000 টাকা হলে, সুদের হার কত ?
ⓐ 10%
ⓑ 20% 
ⓒ 15%
ⓓ 25%

18. 300 টাকা P,Q,R এর মধ্যে এমনভাগে ভাগ করে দেওয়া হলো যাতে Q, P অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং R, Q অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে ?
ⓐ 2:5:3
ⓑ 5:3:2
ⓒ 2:3:5 
ⓓ 3:5:6

19. একটি ছাত্রদল 4802 টাকা খরচ করে । ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করেছে ?
ⓐ 98 
ⓑ 196
ⓒ 134
ⓓ 154

20. তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4  । তাহলে একই দূরত্ব যেতে তিনটি গাড়ি সময়ের অনুপাত কত হবে ? 
ⓐ 2:3:6
ⓑ 3:4:6
ⓒ 5:3:4
ⓓ 6:4:3  

21. তিন অঙ্কের একটি সংখ্যা থেকে সংখ্যা টির অঙ্কত্রয়ের সমষ্টি বিয়োগ করলে, অন্তরফলটি কত দ্বারা বিভাজ্য হবে ?
ⓐ 9 
ⓑ 8
ⓒ 7
ⓓ 6

22. তেজস্ক্রিয়তার SI একক হল—
ⓐ অ্যাম্পিয়ার
ⓑ ভোল্ট
ⓒ বেকারেল 
ⓓ কুরী

23. 15 বছর পর রাহুলের বয়স তার 5 বছর পূর্বের বয়সের 5 গুন হলে বর্তমানে রাহুলের বয়স কত ? 
ⓐ 10 বছর 
ⓑ 15 বছর
ⓒ 20 বছর
ⓓ 25 বছর

24. সঠিক বিকল্পটি লেখ : 18 : 30 :: 36 :  ?
ⓐ 65
ⓑ 63
ⓒ 66 
ⓓ 68

25. নিম্নের মধ্যে কোনটি বেমানান  ?
ⓐ 52, 142
ⓑ 54, 126
ⓒ 56, 168 
ⓓ 58, 184

26. সিরিজ সম্পূর্ণ করো : 3, 15, 35, 63, ? 
ⓐ 99 
ⓑ 98
ⓒ 97
ⓓ 93

27. MOQS : ACEG :: PRTV : ?
ⓐ EGIJ
ⓑ FHJM
ⓒ OQSU 
ⓓ KMNP

28. যদি SYSTEM -এর সংকেত SYSMET এবং NEARER এর সংকেত AENRER তাহলে FRACTION এর সংকেত কি হবে ?
ⓐ FRACNOIT
ⓑ NOITFRAC
ⓒ CARFNOIT 
ⓓ CARFTION

29. রহিমা হল রোহিতের মায়ের মেয়ের মেয়ে। তার সঙ্গে রোহিতের সম্পর্ক কি ?
ⓐ ভাগ্নি 
ⓑ মাসি
ⓒ পিসি
ⓓ বোন

30. ভারতের সামরিক শহর কাকে বলে ?
ⓐ সুরাট
ⓑ মিরাট
ⓒ রাথটেক
ⓓ নেতারহাট

File Details :-
File Name :- WBP Constable Practice Set 01
File Language :- Bengali
File Size :- 564 KB
No. of Pages :- 10




Top Search : wbp practice set 2021, wbp practice set book, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন 2021, wbp practice set pdf 2021, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf, ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রাক্টিস সেট, wbp constable book pdf in bengali

No comments:

Post a Comment

×close ad