WBP Constable Preliminary Practice Set 2021 in Bengali PDF | Part-01
WBP Constable Practice Set 2021 in Bengali PDF |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সাহায্য করতে তথা সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, WBP Constable Preliminary Practice Set in Bengali PDF; যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক 100টি প্রশ্ন দেওয়া আছে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
► WBP Constable Practice Set :
01. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
ⓐ রামদাস
ⓑ তেগ বাহাদুর
ⓒ অর্জুনদেব
ⓓ গোবিন্দ সিং
02. সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?
ⓐ 1926 সালে
ⓑ 1936 সালে
ⓒ 1946 সালে
ⓓ 1956 সালে
03. ‘মারাঠা রাজনীতির চাণক্য’ কাকে বলা হয় ?
ⓐ দ্বিতীয় বাজীরাও
ⓑ বালাজি বিশ্বনাথ
ⓒ নানা ফড়নবিশ
ⓓ মহাদজি সিন্ধিয়া
04. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?
ⓐ জওহরলাল নেহরু
ⓑ ড. রাজেন্দ্র প্রসাদ
ⓒ ড. বি. আর. আম্বেদকর
ⓓ কোনোটিই নয়
05. “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” —কে বলেছিলেন ?
ⓐ ফজলুক হক
ⓑ লর্ড কার্জন
ⓒ স্ট্যাফোর্ড ক্রিপস
ⓓ লর্ড মাউন্টব্যাটেন
06. “হিন্দুস্থানের তোতাপাখি” কে ?
ⓐ আমির খসরু
ⓑ মালিক মহম্মদ জয়সী
ⓒ রায় ভনমল
ⓓ পুরন্দর খান
07. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?
ⓐ রাজ রাজ
ⓑ প্রথম রাজেন্দ্র চোল
ⓒ দ্বিতীয় রাজেন্দ্র চোল
ⓓ রাজাধিরাজ
08. ‘ভূগোলের জনক’ কাকে বলা হয় ?
ⓐ এরাটোস্থেনিস
ⓑ প্লেটো
ⓒ অ্যারিস্টটল
ⓓ টলেমি
09. কাকে ‘শিশুচাঁদ’ বলা হয় ?
ⓐ ঈগল
ⓑ স্পুতনিক-1
ⓒ লুনিক-9
ⓓ শুক্র
10. মহাকাশ গবেষণায় ভারতের স্থান কত?
ⓐ দ্বিতীয়
ⓑ তৃতীয়
ⓒ চতুর্থ
ⓓ পঞ্চম
11. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?
ⓐ থর
ⓑ কালাহারী
ⓒ সাহারা
ⓓ আটাকামা
12. ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র হল—
ⓐ হুইলারদ্বীপ
ⓑ থুম্বা
ⓒ শ্রীহরিকোটা
ⓓ সবকটিই
13. কালাহারি মরুভূমি কোথায় ?
ⓐ মধ্য প্রাচ্য
ⓑ উত্তর আফ্রিকা
ⓒ চীন
ⓓ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
14. ‘কেশরী’ পত্রিকা কে প্রকাশ করেন ?
ⓐ বাল গঙ্গাধর তিলক
ⓑ লালা লাজপত রায়
ⓒ অরবিন্দ ঘোষ
ⓓ বিপিনচন্দ্র পাল
15. ‘C. R. Formula’-র প্রবর্তক কে ?
ⓐ চিত্তরঞ্জন দাস
ⓑ বল্লভভাই প্যাটেল
ⓒ মহম্মদ আলি জিন্নাহ
ⓓ চক্রবর্তী রাজাগোপালাচারী
16. ‘দি ইন্ডিয়ান মুসলমান’ গ্রন্থের লেখক কে ?
ⓐ চৌধুরী রহমত আলি
ⓑ মহম্মদ আলি জিন্নাহ
ⓒ উইলিয়াম হান্টার
ⓓ আবুলকালাম আজাদ
17. কোনো টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এ যথাক্রমে 5500 ও 5000 টাকা হলে, সুদের হার কত ?
ⓐ 10%
ⓑ 20%
ⓒ 15%
ⓓ 25%
18. 300 টাকা P,Q,R এর মধ্যে এমনভাগে ভাগ করে দেওয়া হলো যাতে Q, P অপেক্ষা 30 টাকা বেশি পায় এবং R, Q অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত হবে ?
ⓐ 2:5:3
ⓑ 5:3:2
ⓒ 2:3:5
ⓓ 3:5:6
19. একটি ছাত্রদল 4802 টাকা খরচ করে । ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করেছে ?
ⓐ 98
ⓑ 196
ⓒ 134
ⓓ 154
20. তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4 । তাহলে একই দূরত্ব যেতে তিনটি গাড়ি সময়ের অনুপাত কত হবে ?
ⓐ 2:3:6
ⓑ 3:4:6
ⓒ 5:3:4
ⓓ 6:4:3
21. তিন অঙ্কের একটি সংখ্যা থেকে সংখ্যা টির অঙ্কত্রয়ের সমষ্টি বিয়োগ করলে, অন্তরফলটি কত দ্বারা বিভাজ্য হবে ?
ⓐ 9
ⓑ 8
ⓒ 7
ⓓ 6
22. তেজস্ক্রিয়তার SI একক হল—
ⓐ অ্যাম্পিয়ার
ⓑ ভোল্ট
ⓒ বেকারেল
ⓓ কুরী
23. 15 বছর পর রাহুলের বয়স তার 5 বছর পূর্বের বয়সের 5 গুন হলে বর্তমানে রাহুলের বয়স কত ?
ⓐ 10 বছর
ⓑ 15 বছর
ⓒ 20 বছর
ⓓ 25 বছর
24. সঠিক বিকল্পটি লেখ : 18 : 30 :: 36 : ?
ⓐ 65
ⓑ 63
ⓒ 66
ⓓ 68
25. নিম্নের মধ্যে কোনটি বেমানান ?
ⓐ 52, 142
ⓑ 54, 126
ⓒ 56, 168
ⓓ 58, 184
26. সিরিজ সম্পূর্ণ করো : 3, 15, 35, 63, ?
ⓐ 99
ⓑ 98
ⓒ 97
ⓓ 93
27. MOQS : ACEG :: PRTV : ?
ⓐ EGIJ
ⓑ FHJM
ⓒ OQSU
ⓓ KMNP
28. যদি SYSTEM -এর সংকেত SYSMET এবং NEARER এর সংকেত AENRER তাহলে FRACTION এর সংকেত কি হবে ?
ⓐ FRACNOIT
ⓑ NOITFRAC
ⓒ CARFNOIT
ⓓ CARFTION
29. রহিমা হল রোহিতের মায়ের মেয়ের মেয়ে। তার সঙ্গে রোহিতের সম্পর্ক কি ?
ⓐ ভাগ্নি
ⓑ মাসি
ⓒ পিসি
ⓓ বোন
30. ভারতের সামরিক শহর কাকে বলে ?
ⓐ সুরাট
ⓑ মিরাট
ⓒ রাথটেক
ⓓ নেতারহাট
File Name :- WBP Constable Practice Set 01
File Language :- Bengali
File Size :- 564 KB
No. of Pages :- 10
No comments:
Post a Comment