Reasoning Practice set PDF in Bengali | রিজনিং প্র্যাকটিস সেট 01
Reasoning Practice set PDF in bengali | রিজনিং প্র্যাকটিস সেট 01 |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো Reasoning Practice set PDF in bengali | রিজনিং প্র্যাকটিস সেট পর্ব 01 যেটিতে গুরুত্বপূর্ণ রিজনিং প্রশ্ন গুলি দেওয়া আছে এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | তাছাড়া আপনারা নিশ্চয়ই জানেন Reasoning & GI -এর জন্য কতটা বুদ্ধিমত্তার প্রয়োজন তাই এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police | Railway Group D | NTPC | WBCS | WB Police | SSC CGL | CHSL প্রভৃতি বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবেন ।
সুতরাং তাই আর বেশি কথা না বাড়িয়ে... এই প্র্যাকটিস সেটটি অনুশীলন করতে থাকুন এবং নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে রিজনিং প্র্যাকটিস সেট পিডিএফ টি ডাউনলোড করুন ।
⬗রিজনিং প্র্যাকটিস সেট ঃ
01. সিরিজটি সম্পূর্ণ করো : ZXYW, VTUS, RPQO, _____ , JHIG ?
ⓐ LNKM
ⓑ NLKM
ⓒ NLMK @
ⓓ LNMK
02. সঠিক বিকল্প কোনটি : AKU : ? :: CMW : DNX ?
ⓐ BGL
ⓑ BLO
ⓒ BGQ
ⓓ BLV @
03. সিরিজে কোনটি ভুল সংখ্যা: 19, 26, 33, 46, 59, 74, 91
ⓐ 19
ⓑ 33 @
ⓒ 46
ⓓ 74
04. রেজি বর্ণমালা অনুযায়ী সোজা দিকে ও উল্টোদিকে, 13 নম্বর ও 14 নম্বর যে দুটি বর্ণ :
ⓐ PQ
ⓑ ST
ⓒ MN @
ⓓ NO
05. সিরিজ টি সম্পূর্ণ করো : a __ bba __ bba __ bb
ⓐ abb
ⓑ aab
ⓒ bba
ⓓ bbb @
06. সঠিক বিকল্প টি লেখ : পার্লামেন্ট : গ্রেট ব্রিটেন :: কংগ্রেস : ?
ⓐ জাপান
ⓑ আমেরিকা যুক্তরাষ্ট্র @
ⓒ ভারত
ⓓ নেদারল্যান্ড
07. RAT : 1521 : : TEA : ?
ⓐ 676 @
ⓑ 1225
ⓒ 961
ⓓ 729
08. যদি - মানে ভাগ, × মানে যোগ, + মানে গুন এবং ÷ মানে বিয়োগ বোঝায় তবে নিম্নের কোনটি সত্য ?
ⓐ 4 - 2 × 10 ÷ 2 ÷ 2 = 20
ⓑ 4 + 2 - 10 × 2 ÷ 2 = 20
ⓒ 4 - 2 × 2 + 10 ÷ 2 = 20 @
ⓓ 4 ÷ 2 - 10 × 2 + 2 = 20
09. সঠিক বিকল্পটি লেখ : B : 16 :: D : ?
ⓐ 256 @
ⓑ 150
ⓒ 120
ⓓ 200
10. NOBILITY এর কোড যদি 67135389 হয়, AFFABLE এর কোড যদি 4224150, FALLIBLE এর কোড কি হবে ?
ⓐ 25445320
ⓑ 23779028
ⓒ 53882380
ⓓ 24553150 @
11. CABLE কে যদি XZYOV লেখা হয় তবে YZXP এর কোড কি হবে ?
ⓐ BABY
ⓑ BACK @
ⓒ CELL
ⓓ BELL
12. শূন্যস্থান পূরণ করো : G, H, J, M, __ , V ?
ⓐ Q @
ⓑ T
ⓒ R
ⓓ O
সম্পুূর্ণ সেটটি নীচের পিডিএফে দেওয়া আছে ।
File Details :-
File Name :- রিজনিং প্র্যাকটিস সেট 01 PDF
File Language :- Bengali
File Size :- 0.3 MB
No. of Pages :- 02
It's very much helpful for us.🙏 Thank you so much for this to all of you behind this.🙏👍
ReplyDelete