WBP Gk Question Pdf Download | WBP GK pdf 2021 | GK for WBP Constable 2021 | wbp gk 2021 Pdf
WBP Gk Question Pdf Download | WBP GK pdf 2021 |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো wbp gk question pdf download / wbp police gk in bengali Question - Answer / WB Police Constable & SI gk pdf; এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police, WB Police Constable & Sub Inspector, Excise Main আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবে । তাই আর বেশি কথা না বাড়িয়ে নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে wbp 2021 gk pdf download : Important GK in Bengali PDF টি ডাউনলোড করুন ।
◩ কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ
1) মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা কে?
উত্তর : বাচেন্দ্রি পাল।
2) ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : খিজির খাঁ।
3) "হাজার দিনারি" কাকে বলা হয়?
উত্তর : মালিক কাফুর।
4) মাউন্ট এভারেস্ট কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে?
উত্তর : জর্জ এভারেস্ট।
5) সাতপুরা পর্বত কি ধরনের পর্বত?
উত্তর : স্তূপ পর্বত।
6) শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের লেখক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
7) হোসিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত?
উত্তর : লুধিয়ানা।
8) "বিপ্লবের সন্তান" কাকে বলা হয়?
উত্তর : নেপোলিয়ন বোনাপার্ট।
9) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
উত্তর : সম্বর হ্রদ।
10) ভারতের উচ্চতম "জলপ্রপাত" এর নাম কি?
উত্তর : কুঞ্চিকল জলপ্রপাত।
11) ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত?
উত্তর : কাশ্মীর হিমালয়।
12) "মহবিষুব" কোন তারিখে হয়?
উত্তর : 21 মার্চ।
13) আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : সিকান্দার লোদী।
14) কোন যুদ্ধের দ্বারা ভারতে সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে?
উত্তর : প্রথম পানিপথের যুদ্ধ(1526 খ্রীঃ)।
15) আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো?
উত্তর : রাজস্থান।
16) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি?
উত্তর : কুমারিকা অন্তরীপ।
17) "তিলাইয়া বাঁধ" কোন নদীর উপর নির্মিত?
উত্তর : বরাকর নদী।
18) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
উত্তর : লাদাখ।
19) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়?
উত্তর : থাঞ্জাভুর।
20) "নন্টে ফন্টে" এর সৃষ্টিকর্তা কে?
উত্তর : নারায়ন দেবনাথ।
21) স্যাল্টো অ্যাঞ্জেল কি ধরনের জলপ্রপাত?
উত্তর : ক্যাটারাক্ট।
22) "অমৃতবাজার পত্রিকা" এর সম্পাদক কে ?
উত্তর : শিশির কুমার ঘোষ।
23) ভারতের ডেট্রয়েট কাকে বলে?
উত্তর : চেন্নাই।
24) রবীন্দ্রস্মৃতি জড়িত শিলাইদহ কুঠিবাড়ি কোথায়
অবস্থিত?
উত্তর : কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।
25) ভারতের গ্লাসগো কাকে বলা হয়?
উত্তর : হাওড়া।
26) "তিনবিঘা করিডর" কোথায় অবস্থিত?
উত্তর : পশ্চিমবঙ্গ।
27) কোন কোন পর্বতশ্রেনীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
উত্তর : জাস্কার ও পিরপাঞ্জাল।
28) ভারতের "দুধের বালতি" বলা হয় কোন শহরকে?
উত্তর : হরিয়ানা।
29) অলবেরুনির প্রকৃত নাম কী?
উত্তর : আবুরিহান
30) "সবালটার্ন স্টাডিজের" প্রকাশক কে?
উত্তর : রণজিৎ গুহ।
31) কোন সুলতান চৈগান খেলার সময় মারা যান?
উত্তর : কুতুবুদ্দিন আইবক।
32) ভারতে কোন সুলতানি বংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল?
উত্তর : খলজি বংশ।
33) "ডুরাল্ড লাইন" কোন দুটি দেশের সীমারেখা?
উত্তর : ভারত ও আফগানিস্থান।
34) ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কী?
উত্তর : ইন্দিরা গান্ধী খাল।
35) "Lady with the Lamp" কাকে বলা হয়?
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
36) লিডার উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর : কাশ্মীর।
37) "জাতীয় শিশু কন্যা দিবস" কবে পালন করা হয়?
উত্তর : 24 জানুয়ারি।
38) ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
উত্তর : তেলেঙ্গানা।
39) "ইউরিয়া" কোথায় সংশ্লেষিত হয়?
উত্তর : যকৃৎ।
40) দিল্লি সুলতানির শাসনকালে ভারতের সরকারি ভাষা ছিল?
উত্তর : ফার্সি।
41) "শাহনামা" গ্রন্থটি কার লেখা?
উত্তর : ফিরদৌসি।
42) Grunts কোন দেশের সৈনিকদের বলা হয় ?
উত্তর : আমেরিকা।
43) চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর : ইবনে সিনা।
44) ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর : উত্তরপ্রদেশ।
45) "HIV" সংক্রমণ নির্ধারণের জন্য কোন পরীক্ষা করা হয়?
উত্তর : এলিসা।
46) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর : কাবেরী নদী।
47) কোন গ্রহকে বলা হয় "সবুজ গ্রহ"?
উত্তর : ইউরেনাস গ্রহকে।
48) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি?
উত্তর : রুপনারায়ণ।
49) "Natural History" গ্রন্থটি রচনা করেছেন?
উত্তর : প্লিনি।
50) ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট একটি জলপ্রপাতের নাম লেখ।
উত্তর : লাদাখের পার্কচাক।
File Details :-
File Name :- পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল জিকে PDF ২০২১
File Language :- Bengali
File Size :- 897 KB
No. of Pages :- 03
Ssc mts er jonne kichu pdf din
ReplyDelete