Breaking

WBP Gk Question Pdf Download | WBP GK pdf 2021 | GK for WBP Constable 2021

WBP Gk Question Pdf Download | WBP GK pdf 2021 | GK for WBP Constable 2021 | wbp gk 2021 Pdf
WBP Gk Question Pdf Download | WBP GK pdf 2021
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
       আজ তোমাদের সাথে শেয়ার করবো wbp gk question pdf download / wbp police gk in bengali Question - Answer / WB Police Constable & SI gk pdf; এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন  Kolkata Police, WB Police Constable & Sub Inspector, Excise Main আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবে । তাই আর বেশি কথা না বাড়িয়ে নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে wbp 2021 gk pdf download : Important GK in Bengali PDF  টি ডাউনলোড করুন । 

◩ কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ 

1) মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা কে?
উত্তর : বাচেন্দ্রি পাল।

2) ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : খিজির খাঁ।

3) "হাজার দিনারি" কাকে বলা হয়?
উত্তর : মালিক কাফুর।

4) মাউন্ট এভারেস্ট কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে?
উত্তর : জর্জ এভারেস্ট।

5) সাতপুরা পর্বত কি ধরনের পর্বত?
উত্তর : স্তূপ পর্বত।

6) শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের লেখক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

7) হোসিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত?
উত্তর : লুধিয়ানা।

8) "বিপ্লবের সন্তান" কাকে বলা হয়?
উত্তর : নেপোলিয়ন বোনাপার্ট।

9) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
উত্তর : সম্বর হ্রদ।

10) ভারতের উচ্চতম "জলপ্রপাত" এর নাম কি?
উত্তর : কুঞ্চিকল জলপ্রপাত।

11) ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত?
উত্তর : কাশ্মীর হিমালয়।

12) "মহবিষুব"  কোন তারিখে হয়?
উত্তর : 21 মার্চ।

13) আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : সিকান্দার লোদী।

14) কোন যুদ্ধের দ্বারা ভারতে সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে?
উত্তর : প্রথম পানিপথের যুদ্ধ(1526 খ্রীঃ)।

15) আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো?
উত্তর : রাজস্থান।

16) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি?
উত্তর : কুমারিকা অন্তরীপ।

17) "তিলাইয়া বাঁধ" কোন নদীর উপর নির্মিত?
উত্তর : বরাকর নদী।

18) ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী?
উত্তর : লাদাখ।

19) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয়?
উত্তর : থাঞ্জাভুর।

20) "নন্টে ফন্টে" এর সৃষ্টিকর্তা কে?
উত্তর : নারায়ন দেবনাথ।

21) স্যাল্টো অ্যাঞ্জেল কি ধরনের জলপ্রপাত?
উত্তর : ক্যাটারাক্ট।

22) "অমৃতবাজার পত্রিকা" এর সম্পাদক কে ?
উত্তর : শিশির কুমার ঘোষ।

23) ভারতের ডেট্রয়েট কাকে বলে?
উত্তর : চেন্নাই।

24) রবীন্দ্রস্মৃতি জড়িত শিলাইদহ কুঠিবাড়ি কোথায় 
অবস্থিত?
উত্তর : কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশ।

25) ভারতের গ্লাসগো কাকে বলা হয়?
উত্তর : হাওড়া।

26) "তিনবিঘা করিডর" কোথায় অবস্থিত?
উত্তর : পশ্চিমবঙ্গ।

27) কোন কোন পর্বতশ্রেনীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত?
উত্তর : জাস্কার ও পিরপাঞ্জাল।

28) ভারতের "দুধের বালতি" বলা হয় কোন শহরকে?
উত্তর : হরিয়ানা।

29) অলবেরুনির প্রকৃত নাম কী?
উত্তর : আবুরিহান

30) "সবালটার্ন স্টাডিজের" প্রকাশক কে?
উত্তর : রণজিৎ গুহ।

31) কোন সুলতান চৈগান খেলার সময় মারা যান?
উত্তর : কুতুবুদ্দিন আইবক।

32) ভারতে কোন সুলতানি বংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল?
উত্তর : খলজি বংশ।

33) "ডুরাল্ড লাইন" কোন দুটি দেশের সীমারেখা?
উত্তর : ভারত ও আফগানিস্থান।

34) ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কী?
উত্তর : ইন্দিরা গান্ধী খাল।

35) "Lady with the Lamp" কাকে বলা হয়?
উত্তর : ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

36) লিডার উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর : কাশ্মীর।

37) "জাতীয় শিশু কন্যা দিবস" কবে পালন করা হয়?
উত্তর : 24 জানুয়ারি।

38) ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি?
উত্তর : তেলেঙ্গানা।

39) "ইউরিয়া" কোথায় সংশ্লেষিত হয়?
উত্তর : যকৃৎ।

40) দিল্লি সুলতানির শাসনকালে ভারতের সরকারি ভাষা ছিল?
উত্তর : ফার্সি।

41) "শাহনামা" গ্রন্থটি কার লেখা?
উত্তর : ফিরদৌসি।

42) Grunts কোন দেশের সৈনিকদের বলা হয় ?
উত্তর : আমেরিকা।

43) চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর : ইবনে সিনা।

44) ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি?
উত্তর : উত্তরপ্রদেশ।

45) "HIV" সংক্রমণ নির্ধারণের জন্য কোন পরীক্ষা করা হয়?
উত্তর : এলিসা।

46) শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর : কাবেরী নদী।

47) কোন গ্রহকে বলা হয় "সবুজ গ্রহ"?
উত্তর : ইউরেনাস গ্রহকে।

48) দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? 
উত্তর : রুপনারায়ণ।

49) "Natural History" গ্রন্থটি রচনা করেছেন?
উত্তর : প্লিনি।

50) ঝুলন্ত উপত্যকায় সৃষ্ট একটি জলপ্রপাতের নাম লেখ।
উত্তর : লাদাখের পার্কচাক।

File Details :-
File Name :- পশ্চিমবঙ্গ পুলিশ স্পেশাল জিকে PDF ২০২১
File Language :- Bengali
File Size :- 897 KB
No. of Pages :- 03




Tag : wbp gk pdf 2021, wbp gk mock test in bengali, wbp gk question bengali, gk for wbp constable 2021, wbp gk pdf download, wbp gk question answer 2021, wbp 2021 gk pdf download, WBP Exam Notes : 100 Important GK Questions and Answers in Bengali PDF for WBP Constable Exam - WBP পরীক্ষা স্পেশাল জিকে, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন pdf, wbp constable preliminary practice set pdf, wbp practice set pdf 2021, wbp constable practice set pdf 

1 comment:

×close ad