Breaking

সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF / General Knowledge SAQ PDF 2024

সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF / General Knowledge SAQ PDF / জেনারেল নলেজ  – General Knowledge PDF / General Knowledge SAQ PDF 2024
সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF / General Knowledge SAQ PDF 2021

প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : General Knowledge in Bengali PDF 2024; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা 50 টি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি জেনারেল নলেজ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।

সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর 2024
1) লোখটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : মণিপুর।

2) ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চল কোনটি?
উত্তর : বোম্বে হাই।

3) "কথাশিল্পী" শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জন্মস্থান কোন গ্রামে? 
উত্তর : দেবানন্দ পুর(হুগলি জেলা)

4) ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি?
উত্তর : ভাকরা নাঙ্গাল পরিকল্পনা।
5) খেলার ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় কোন পুরষ্কার?
উত্তর : অর্জুন পুরস্কার।

6) ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কী?
উত্তর : গোয়া।

7) ঝাড়খন্ডের যদুগোড়া কোন খনিজ সম্পদ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?
উত্তর : ইউরেনিয়াম।

8) "অপরাজেয় কথাশিল্পী" নামে অধিক পরিচিত ছিলেন কে?
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

9) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উত্তর : আমেদাবাদ।

10) পৃথিবীর বৃহত্তম জলচর প্রাণী কোনটি?
উত্তর : নীল তিমি।

11) কোন সুলতানকে 'দরবেশ সুলতান' বলা হয়?
উত্তর : নাসিরুদ্দিন মামুদ।

12) গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কী?
উত্তর : উলুঘ খাঁ।

13) "কাদম্বরী" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : বানভট্ট।

14) মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কি ছিল?
উত্তর : পিক ফিফটিন।

15) বছরের কোন দিন পৃথিবীর "অনুসুর অবস্থান" হয়?
উত্তর : ৩ রা জানুয়ারি।

16) কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
উত্তর : বেঙ্গালুরু।

17) "অপুসুর অবস্থান" হয় বছরের কোন সময়ে?
উত্তর : ৪ ঠা জুলাই।

18) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?
উত্তর : লাদাখ।

19) "বুলি" কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর : হকি।

20) সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ?
উত্তর : ভিটামিন D ।

21) কোন রাজ্যকে ভারতের আখ রাজ্য বলা হয়?
উত্তর : উত্তর প্রদেশ।

22) কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়?
উত্তর : জাপান।

23) গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত?
উত্তর : কোলেরু।

24) ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত শিল্প স্থাপিত হয়েছিল?
উত্তর : তামিলনাড়ুর পোর্টনোভা,1830 খ্রীঃ।

25) জারোয়া উপজাতি'র লোক কোথায় বাস করে?
উত্তর : আন্দামান দ্বীপপুঞ্জে।

26) দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর : আনাইমুদি।

27) জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা(NTPC) কত খ্রিস্টাব্দে  গঠিত হয়েছে?
উত্তর : 1975 খ্রিস্টাব্দে।

28) ভারতের উচ্চতম সড়ক পথের নাম কি?
উত্তর : খারদুংলা।

29) ভারতের পৌরবসতির নূন্যতম জনসংখ্যা হলো?
উত্তর : 5000 জন।

30) ভারতের বৃহত্তম সেচ খালের নাম কি?
উত্তর : ইন্দিরা গান্ধী চ্যানেল বা রাজস্থান খাল।

31) বিশ্বে শ্রমিক দিবস পালন করা হয়?
উত্তর : ১ লা মে।

32) কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়?
উত্তর : পেট্রো রাসায়নিক শিল্প।

33) লাক্ষাদ্বীপের ভাষার নাম কি?
উত্তর : মলয়ালম।

34) দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন?
উত্তর : ইব্রাহিম লোদী।

35) "পাটলিপুত্র" রাজ্যটি প্রতিষ্ঠা করেন?
উত্তর : অজাতসূত্র।

36) কোন ধানকে আঘ্রাণী ধান বলা হয়?
উত্তর : আমন ধান।

37) "দানসাগর" গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর : বল্লাল সেন।

38 ) গুজরাটের 'আনন্দ' বিখ্যাত কেন?
উত্তর : দুগ্ধ শিল্প।

39) রোটাং পাস কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : হিমাচল প্রদেশ।

40) "পদ্মাবৎ" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : মালিক মহ: জায়েসি।

41) ভারতের কোন শহরে প্রথম মেট্রোরেল বা পাতাল রেল চালু হয়?
উত্তর : কলকাতা।

42) "ভারতের ফরেস্ট ম্যান" কাকে বলা হয়?
উত্তর : যাদব পয়াঙ্গ।

43) ভারতে 'সিজদা' ও পাইবস প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : গিয়াসউদ্দিন বলবন।

44) "নকরেক" কোন পাহাড়ের সবোর্চ্চ শৃঙ্গ?
উত্তর : গারো পাহাড়ের।

45) ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখ।
উত্তর : লুনী নদী।

46) "তিলপাড়া ব্যারেজ" কোন নদীর উপর নির্মিত?
উত্তর : ময়ূরাক্ষী নদী।

47) ভারতের উত্তরতম স্থানের নাম কি?
উত্তর : ইন্দিরা কল।

48) ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহৃদ এর নাম কি?
উত্তর : ওড়িশার চিল্কাহৃদ।

49) আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতির নাম কী?
উত্তর : মালিক কাফুর।

50) ভারতের পথিক কাকে বলা হয়?
উত্তর : রাজা রামমোহন রায়।

File Details :-
File Name :- সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF   
File Language :- Bengali
File Size :- 770 KB
No. of Pages :- 03

No comments:

Post a Comment

×close ad