সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF - List of Vitamins and their Chemical Names in Bengali PDF
সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি সাধারণ বিজ্ঞানের অংশ হিসেবে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামের তালিকা । তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে ভিটামিন থেকে প্রায়ই প্রশ্ন আসে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হল বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামের তালিকা পিডিএফ । তাই আজ আমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা টি বাংলা ভাষায় আপলোড করলাম । সুতরাং আর দেরি না করে নিচ থেকে তালিকা টি দেখে নিয়ে অফলাইনে পড়ার জন্য ডাউনলোড করুন ।
সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা
ভিটামিন | রাসায়নিক নাম |
---|---|
ভিটামিন A | রেটিনল |
ভিটামিন B1 | থিয়ামিন |
ভিটামিন B2 | রাইবোফ্লাভিন |
ভিটামিন B3 | নিয়াসিন |
ভিটামিন B5 | প্যান্টোথেনিক অ্যাসিড |
ভিটামিন B6 | পাইরিডক্সিন |
ভিটামিন B7 | বায়োটিন |
ভিটামিন B9 | ফলিক অ্যাসিড |
ভিটামিন B12 | সাইনোকোবালামিন |
ভিটামিন C | অ্যাসকরবিক অ্যাসিড |
ভিটামিন D | ক্যালসিফেরল |
ভিটামিন E | টোকোফেরল |
ভিটামিন G | নিয়াসিন |
ভিটামিন H | বায়োটিন |
ভিটামিন K | ন্যাপথোকুইনন\ফাইলোকুইনন |
ভিটামিন M | ফলিক অ্যাসিড |
⬕ কিছু নমুনা প্রশ্ন ঃ
⬕ ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?
উ:- টোকোফেরল ।
⬕ ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ?
উ:- থিয়ামিন ।
⬕ ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
উ:- অ্যাসকরবিক এসিড ।
⬕ ভিটামিন M এর রাসায়নিক নাম কি ?
উ:- ফলিক অ্যাসিড ।
⬕ ন্যাপথোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
উ:- ভিটামিন K ।
⬕ ভিটামিন D এর রাসায়নিক নাম কি ?
উ:- ক্যালসিফেরল ।
File Details :-
File Name :- সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF
File Language :- Bengali
File Size :- 250 KB
No. of Pages :- 01
No comments:
Post a Comment