Breaking

সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF

সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF - List of Vitamins and their Chemical Names in Bengali PDF
সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সাথে শেয়ার করছি সাধারণ বিজ্ঞানের অংশ হিসেবে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামের তালিকা । তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে ভিটামিন থেকে প্রায়ই প্রশ্ন আসে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হল বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামের তালিকা পিডিএফ । তাই আজ আমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা টি বাংলা ভাষায় আপলোড করলাম । সুতরাং আর দেরি না করে নিচ থেকে তালিকা টি দেখে নিয়ে অফলাইনে পড়ার জন্য ডাউনলোড করুন ।
সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা

ভিটামিন রাসায়নিক নাম
ভিটামিন A রেটিনল
ভিটামিন B1 থিয়ামিন
ভিটামিন B2 রাইবোফ্লাভিন
ভিটামিন B3 নিয়াসিন
ভিটামিন B5 প্যান্টোথেনিক অ্যাসিড
ভিটামিন B6 পাইরিডক্সিন
ভিটামিন B7 বায়োটিন
ভিটামিন B9 ফলিক অ্যাসিড
ভিটামিন B12 সাইনোকোবালামিন
ভিটামিন C অ্যাসকরবিক অ্যাসিড
ভিটামিন D ক্যালসিফেরল
ভিটামিন E টোকোফেরল
ভিটামিন G নিয়াসিন
ভিটামিন H বায়োটিন
ভিটামিন K ন্যাপথোকুইনন\ফাইলোকুইনন
ভিটামিন M ফলিক অ্যাসিড

কিছু নমুনা প্রশ্ন ঃ 

⬕ ভিটামিন E এর রাসায়নিক নাম কি ?
উ:- টোকোফেরল ।

⬕ ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ?
উ:- থিয়ামিন ।

⬕ ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
উ:- অ্যাসকরবিক এসিড ।

⬕ ভিটামিন M এর রাসায়নিক নাম কি ?
উ:- ফলিক অ্যাসিড ।

⬕ ন্যাপথোকুইনন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
উ:- ভিটামিন K ।

⬕ ভিটামিন D এর রাসায়নিক নাম কি ?
উ:- ক্যালসিফেরল । 

File Details :-
File Name :- সমস্ত ভিটামিনের রাসায়নিক নামের তালিকা PDF   
File Language :- Bengali
File Size :- 250 KB
No. of Pages :- 01

No comments:

Post a Comment

×close ad