Kolkata Police : Important GK in Bengali PDF / kolkata police gk in bengali / WBP Constable & SI
Kolkata Police : Important GK in Bengali PDF |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো Kolkata Police : Important GK in Bengali PDF / kolkata police gk in bengali Question - Answer / WB Police Constable & SI gk pdf; এই প্রশ্নগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা যেমন Kolkata Police, WB Police Constable & Sub Inspector, Excise Main আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতিকে অনেক শক্তিশালী করে তুলতে পারবে । তাই আর বেশি কথা না বাড়িয়ে নীচ থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে Kolkata Police : Important GK in Bengali PDF টি ডাউনলোড করুন ।
◩ কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ
০১. বাংলা সাহিত্যে কে ‘পদাতিক কবি’ নামে পরিচিত ?
উত্তর :- সুভাষ মুখোপাধ্যায় ।
০২. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন ?
উত্তর :- স্যার জন মার্শাল ।
০৩. বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তর :- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
০৪. কে ‘পরশুরাম’ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন ?
উত্তর :- রাজশেখর বসু ।
০৫. কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত ?
উত্তর :- একশৃঙ্গ গন্ডার ।
০৬. কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন ?
উত্তর :- সরোজিনী নাইডু ।
০৭. ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর :- ক্রিকেট ।
০৮. মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন ?
উত্তর :- সংস্কৃত ।
০৯. ‘আফ্রিকা’ কবিতাটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর ।
১০. ‘প্রথম আলো’ বাংলা উপন্যাসটি কার লেখা ?
উত্তর :- সুনীল গাঙ্গুলী ।
১১. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর :- লর্ড মাউন্টব্যাটেন ।
১২. দামোদর নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে ?
উত্তর :- ছোটনাগপুর মালভূমি থেকে ।
১৩. ভারতের কোন রাজ্য কে ‘চিনির বাটি’ বলা হয়?
উত্তর :- উত্তর প্রদেশ ।
১৪. ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ?
উত্তর :- অন্ধপ্রদেশ ।
১৫. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায় ?
উত্তর :- অনুচ্ছেদ ৩৬৮ ।
১৬. পোলিও টিকা কে আবিস্কার করেন ?
উত্তর :- জোনাস সল্ক ।
১৭. গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর :- অধিবৃত্তাকার অবতল দর্পণ ।
১৮. হিরোশিমাতে ফেলা পারমানবিক বোমাটির সাংকেতিক নাম কি ছিল ?
উত্তর :- লিটল বয় ।
১৯. ‘A Century is not enough’ – বইটির রচিয়তা কে?
উত্তর :- সৌরভ গাঙ্গুলী ।
২০. দিল্লির প্রাচীন নাম কি ছিল ?
উত্তর :- ইন্দ্রপ্রস্থ ।
২১. কে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তর :- সূর্যসেন ।
২২. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা টির নাম কি ?
উত্তর :- আরাবল্লী ।
২৩. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ?
উত্তর :- পিঙ্গালি ভেঙ্কাইয়া ।
২৪. ‘সিটি অফ প্যালেস’ কাকে বলা হয় ?
উত্তর :- কলকাতা ।
২৫. কে ‘বনফুল’ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন ?
উত্তর :- বলাইচাঁদ মুখোপাধ্যায় ।
২৬. মানুষের শরীরের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত ?
উত্তর :- 31 জোড়া ।
২৭. কাকে কোষের মস্তিষ্ক বলে ?
উত্তর :- নিউক্লিয়াসকে ।
২৮. সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তের কথা বলা হয় ?
উত্তর :- বঙ্গদূত ।
২৯. ‘ইতিহাস হল বিজ্ঞান এর বেশিও না কমও নয়’ - এটি কার উক্তি ?
উত্তর :- বিউরির ।
৩০. ‘হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটি রচিয়তা কে ছিলেন ?
উত্তর :- আচার্য প্রফুল্লচন্দ্র রায় ।
৩১. ‘সাইন্স ইন হিস্ট্রি’ বইটি লেখক কে ?
উত্তর :- জে ডি বর্নাল ।
৩২. ‘ওয়েস্টার্ন সাইন্স ইন মডার্ন ইন্ডিয়া’ - গ্রন্থটির লেখক কে ?
উত্তর :- প্রতীক চক্রবর্তী ।
৩৩. ‘বাংলাদেশের ইতিহাস’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর :- রমেশচন্দ্র মজুমদার ।
৩৪. ‘ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ’ উক্তিটি কে করেছেন ?
উত্তর :- ই. এইচ কারের ।
৩৫. বায়ুমন্ডলের কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
উত্তর :- ওজোন গ্যাস ।
৩৬. কেলভিন কিসের একক ?
উত্তর :- তাপমাত্রা ।
৩৭. অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর :- ১৮০৯ সালে, ইংরেজ ও রঞ্জিত সিংহ এর মধ্যে ।
৩৮. কবে, কাদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উত্তর :- ১৮০২ সালে, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ।
৩৯. নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর :- নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত ।
৪০. শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর :- শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত ।
৪১. দশসালা বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন ?
উত্তর :- ১৭৯০ সালে লর্ড কর্নওয়ালিস ।
৪২. কলকাতায় সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- ১৭৭৪ সালে ।
৪৩. ‘ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন’ মন্তব্যটি কে করেছেন ?
উত্তর :- ই. এইচ. কার ।
৪৪. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
উত্তর :- টরিসেলি ।
৪৫. সম্প্রতি কে ভারতের নতুন ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন ?
উত্তর :- অনুপ চন্দ্র পান্ডে ।
৪৬. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ?
উত্তর :- সমুদ্রগুপ্তকে ।
৪৭. প্রোটিনের তাপন মূল্য কত ?
উত্তর :- 4.1 k cal/gm ।
৪৮. নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কবে ?
উত্তর :- ১৯৬০-৭০ দশক থেকে ।
৪৯. দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল কাদের বিরুদ্ধে ?
উত্তর :- সাউকার ।
৫০. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর :- আমেদাবাদ কে ।
File Details :-
File Name :- কলকাতা পুলিশ স্পেশাল জিকে PDF
File Language :- Bengali
File Size :- 440 KB
No. of Pages :- 03
Superb sir
ReplyDelete50 to 50 kro
DeleteOLTO PLA
ReplyDeleteFALTO
ReplyDelete