WB Police Constable & SI Online MockTest Part-07। পুলিশ পরিক্ষার প্রস্তুতি
WB Police Constable & SI Online MockTest Part-07। পুলিশ পরিক্ষার প্রস্তুতি |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সাথে শেয়ার করবো দশটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরের অনলাইন মকটেস্ট পর্ব - ০৭; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত চাকরির পরিক্ষা WB Police Constable & Sub Inspector, Excise Main আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী করে তুলতে পারবে । তাই আর বেশি কথা না বাড়িয়ে মকটেস্ট টি শুরু করার জন্য Start The Quiz লাল বাটান টিতে ক্লিক করুন ।
বিষয় | WBP পরিক্ষার প্রস্তুতি |
পূর্ণমান | পনেরো |
প্রশ্নসংখ্যা | পনেরো |
নেগেটিভ মার্ক | -1 / প্রশ্ন |
WB Police Online MockTest Part-06
1/15
ভারতের মূলধনের রাজধানী বলা হয় কোন শহরকে ?
2/15
ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
3/15
দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী কোনটি ?
4/15
জলঢাকা নদীটির উৎপত্তিস্থল কোনটি ?
5/15
অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
6/15
মামা-ভাগ্নে পাহাড়টি পশ্চিম বঙ্গের কোন জেলায় অবস্থিত ?
7/15
‘বাংলার বার্ক’ নাম পরিচিত কে ?
8/15
পেডিমেন্ট কোথায় গড়ে ওঠে ?
9/15
1907 সালের জাতীয় কংগ্রেসের কে সভাপতি ছিলেন ?
10/15
‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
11/15
জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা (N.T.P.C) কত সালে গঠিত হয়েছে ?
12/15
ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
13/15
জয় : অনুপ্রেরণা : : ব্যর্থতা : ?
14/15
ইংরেজি বর্ণমালার K ও S - এর মাঝখানের বর্ণের ডানদিকের তৃতীয় বর্ণ কোনটি ?
15/15
মানুষ : জীবনী : : রাষ্ট্র : ?
Result:
No comments:
Post a Comment