কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা পিডিএফ - List of important Revolution in India Bengali PDF
কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা পিডিএফ |
🔶🔷স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের জন্য Static GK বা সাধারন জ্ঞানের অংশ হিসেবে নিয়ে এসেছি - কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা পিডিএফ - List of important Revolution in India Bengali PDF । এই পিডিএফ টির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ১৬ টি বিপ্লবের নাম ও সেই বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা খুব সুন্দর ভাবে সাজানো পাবে । বর্তমান সময়ে বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষায় নীল বিপ্লব, সবুজ বিপ্লব ও শ্বেত বিপ্লব থেকে প্রশ্ন আসে তা সত্ত্বেও সম্পূর্ণ বিপ্লবের তালিকাটি মুখস্ত রাখা আবশ্যক ।
এবং আমরা আশাকরি এই (কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত) তালিকা পিডিএফটি তোমাদের খুব সাহায্য করবে ।
সুতরাং আর সময় অপচয় না করে নীচে থাকা লিংক থেকে কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা পিডিএফ - List of important Revolution in India Bengali PDF টি ডাউনলোড করে নাও ।
যেমন :
১। নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : মৎস্য উৎপাদন ।
২। সবুজ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : ধান ও গমের উৎপাদন ।
৩। শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
উত্তর : দুগ্ধ উৎপাদন ।
৪। সোনালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত ?
মধু ও ফলের উৎপাদন ।
কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা
বিপ্লবের নাম | যার সাথে সম্পর্কিত |
---|---|
নীল বিপ্লব | মৎস্য উৎপাদন |
সবুজ বিপ্লব | ধান ও গমের উৎপাদন বৃদ্ধি |
শ্বেত বিপ্লব | দুগ্ধ উৎপাদন |
লাল বিপ্লব | টমেটো ও মাংস উৎপাদন |
হলুদ বিপ্লব | তৈল বীজ উৎপাদন |
গোল বিপ্লব | আলু উৎপাদন |
গোলাপী বিপ্লব | পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন |
কালো বিপ্লব | পেট্রোলিয়াম উৎপাদন |
রুপালী বিপ্লব | ডিমের উৎপাদন |
প্রোটিন বিপ্লব | উচ্চ কৃষি উৎপাদন |
বাদামী বিপ্লব | চামড়ার উৎপাদন |
ধূসর বিপ্লব | সার উৎপাদন |
রুপালী তন্তু বিপ্লব | তুলো উৎপাদন |
সবুজ-সোনালী বিপ্লব | বাঁশের ব্যবসা |
সোনালী বিপ্লব | মধু ও ফলের উৎপাদন |
সোনালী তন্তু বিপ্লব | পাট উৎপাদন |
File Details...
File Name :- কোন বিপ্লব কিসের সঙ্গে যুক্ত তালিকা.pdf
File Language :- Bengali
File Size :- 405 KB
No. of Pages :- 01
No comments:
Post a Comment