Breaking

Life Science Impotant Question Answer PDF for ANM/GNM Nursing Entrance Exam

Life Science Impotant Question Answer PDF for ANM/GNM Nursing Entrance Exam 
Life Science Impotant Question Answer PDF for ANM/GNM Nursing Entrance Exam 

প্রিয় ছাত্র-ছাত্রী
আজ তোমাদের সাথে শেয়ার করবো ANM & GNM নার্সিং এন্ট্রান্স পরিক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF । এই নার্সিং এন্ট্রান্স পরিক্ষা 2021 নেবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বাের্ড । এই পরীক্ষায় ৬৫ নম্বরের ৬৫ টি প্রশ্ন থাকবে বিভিন্ন বিষয়ে, কোন বিষয়ে কত নম্বর থাকবে সেটি এক ঝলকে দেখে নাও : ১. জীবনবিজ্ঞান - ২৫ টি (মাধ্যমিক স্ট্যান্ডার্ড), ২. ভৌতবিজ্ঞান - ১৫ টি (মাধ্যমিক স্ট্যান্ডার্ড), ৩. পাঠিগনিত - ৫ টি (মাধ্যমিক স্ট্যান্ডার্ড), ৪. ইংরিজি গ্রামার -১০ টি , ৫. জেনারেল নলেজ - ৫ টি, ৬. রিজনিং- ৫ টি - সব মিলিয়ে ৬৫ টি প্রশ্ন । এই পরিক্ষায় ৬৫টি প্রশ্নের জন্য সময় থাকবে দেড় ঘণ্টা । 

🔶 তোমাদের সুবিদধার জন্য আজকে জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের PDF শেয়ার করবো । এই PDF টির মধ্যে তোমরা ৭০টি SAQ প্রশ্নোত্তর পাবে । যেগুলি তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক সাহায্য করবে । সুতরাং আর সময় অপচয় না করে নীচ থেকে জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পিডিএফ টি সংগ্রহ করে নাও ।

🔶 কিছু নমুনা প্রশ্নোত্তর :  

01. মানুষের দেহের কাঠামো মূল অংশ হলো?
 উত্তর :- কঙ্কাল ।

02. মানুষের কঙ্কাল কি দ্বারা গঠিত?
 উত্তর :- অস্থি।

03. কঙ্কালের উপরকি স্থাপিত হয় দেহের কাঠামো এবং আকার সৃষ্টি হয়?
 উত্তর :- পেশি।

04. দেহের বহিরাবরণ গঠনকারী অংশ কি ?
উত্তর :- ত্বক।

05. শারীরবিজ্ঞান শব্দটি প্রথম ব্যবহার করেন?
 উত্তর :- জাঁ ফ্রান্সিস ফারলেন ।

06. সারা দেহে পেশির মধ্যে থাকে?
উত্তর :- রক্তবাহ ও অঙ্গ ।

07. দেহের কলাগুলি মিলে গঠন করে ?
উত্তর :- অঙ্গ।

08. দেহের অঙ্গ গুলি মিলে কি গঠন করে?
উত্তর:- তন্ত্র ।

09. অস্থি, লিগামেন্ট, টেনডন কোন তন্ত্রের অংশ?
উত্তর :- ত্বকিয় তন্ত্র ।

10. হৃদপিণ্ড কোন তন্ত্রের প্রধান অঙ্গ ?
উত্তর :-  রক্ত সংবহন তন্ত্র ।

11. কোন অঙ্গকে পাম্প যন্ত্র বলা হয় ?
উত্তর :- হৃৎপিণ্ড ।

12. অন্ত্র, প্লীহা, কোন তন্ত্রের অন্তর্গত?
উত্তর :- পৌষ্টিক।

13. সুষুম্না কান্ড কোন তন্ত্রের অন্তর্গত ?
উত্তর :- স্নায়ুতন্ত্র । 

14. মস্তিষ্ক আবরণী নাম কি?
উত্তর :- মেনিনজেস ।

15. মস্তিষ্ক যে অস্থি নির্মিত আধারের ভিতর থাকে তার নাম কি?
উত্তর :- করোটি ।

16.  মানুষের দেহের অংশগুলি যেসব মৌল উপাদান দ্বারা গঠিত তার মধ্যে অন্যতম হল?
উত্তর :- অক্সিজেন ।

17. মুখমন্ডলে কয়টি ইন্দ্রিয় থাকে?
উত্তর :- পাঁচটি ।

18. মধ্যচ্ছদা কোন তন্ত্রের অংশ ?
উত্তর :- শ্বসনতন্ত্র ।

19. উদরের নিচের অংশকে বলে ?
উত্তর :- শ্রোণী অঞ্চল ।

20. অস্থির সঙ্গে যুক্ত পেশীগুলি প্রকৃতি হল?
উত্তর :- ঐচ্ছিক পেশী ।

21. আন্তর যান্ত্রিয় অঙ্গে উপস্থিতির পেশীর প্রকৃতি?
উত্তর :- অনৈচ্ছিক ।

22.  ঐচ্ছিক পেশির অন্য নাম কি ?
উত্তর :- সরেখ পেশি ।

23. হৃদপেশী এক বিশেষ ধরনের ?
উত্তর :- অনৈচ্ছিক পেশি।

24. মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি?
উত্তর :- চারটি ।
25. লসিকাগ্রন্থি কোন তন্ত্রের অংশ?
উত্তর :- সংবহনতন্ত্র ।

26. লসিকা গ্রন্থি কোন ধরনের শ্বেতকণিকা উৎপন্ন করে ?
উত্তর :- লিম্ফোসাইট ।

27. মানুষের মুখ গহ্বর কয়জোড়া লালাগ্রন্থি থাকে ?
উত্তর :- তিন জোড়া।

28. দেহের রক্ত শোধনকারী অঙ্গ হল?
উত্তর :- ফুসফুস ।

29. রক্তের দূষিত পদার্থ ছেঁকে নিয়ে দেহ থেকে বের করে দেয় ?
উত্তর :- বৃক্ক ।

30. রক্ত একটি জটিল তরল ?
উত্তর :- যোজক কলা। 

31. রক্তে রক্তরসের পরিমান শতকরা কত থাকে?
উত্তর :- 55% ।

32. রক্ত শতকরা কয় ভাগ রক্ত কোষ দিয়ে গঠিত ?
উত্তর :- 45% ।

33. রক্ত কোশ  কয় প্রকার ?
উত্তর :- তিন প্রকার।

34. বহিঃকঙ্কাল হলো?
উত্তর :- নখ, চুল, লোম ইত্যাদি ।

35. বহিঃকঙ্কাল নয় কি কি?
উত্তর :- খুর, শিং, পালক ।
 
36.  যেসব রক্তবাহ হৃৎপিণ্ড থেকে বেরোয় তাদের বলে ?
উত্তর :- ধমনী ।

37. যেসব রক্তবাহ হৃদপিন্ডে প্রবেশ করে তাদের বলে?
উত্তর :- শিরা ।

38. জেজুনাম ও ইলিয়াস কোন অঙ্গের অংশ?
উত্তর :- ক্ষুদ্রান্ত্র ।

39. গবিনী কোন তন্ত্রের অংশ ?
উত্তর :- রেচন জননতন্ত্র । 

40. স্নায়ুতন্ত্রের একক হল ?
উত্তর :- নিউরোন ।

41. অর্গান অফ কর্টি কোথায় থাকে?
উত্তর :- কানে। 

42. স্বাদ কোরক কোথায় থাকে?
উত্তর :- জিহ্বায় ।

43. চোখের রক্তবাহ সমৃদ্ধ স্তর কে কি বলে ?
উত্তর :- কোরয়েড ।

44. বস্তুর প্রতিচ্ছবি চোখের কোন অংশে গঠিত হয় ?
উত্তর :- রেটিনা ।

45. একজন পরিণত মানুষের দেহে অস্থির সংখ্যা থাকে?
উত্তর :- 206 ।

46. লম্বা অস্থির ভিতরে থাকা নরম অংশকে বলে ?
উত্তর :- অস্থি মজ্জা ।

47. কোন ধরনের রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে ?
উত্তর :- শ্বেতকণিকা ।

48. মানুষের দেহে কয় জোড়া গার্ডেল থাকে?
উত্তর :- দু'জোড়া ।

49.  করোটির শুধুমাত্র যে অস্থি টি সচল তা হল?
উত্তর :- নিচের চোয়াল ।

50. মানুষের মেরুদণ্ড কটি অস্থি দ্বারা গঠিত?
উত্তর :- 33 টি ।

51. বায়ুথলি বা অ্যালভিওলাই কোন অঙ্গে থাকে?
উত্তর :- ফুসফুস ।

52. অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটে?
উত্তর :- ফুসফুসে ।
 
53. চোখের আবরণী স্তর কয়টি ?
উত্তর :- তিনটি।

54.  তিনটি ছোট অস্থি থাকে ?
উত্তর :- মধ্যকর্ণে ।

55. করোটিতে অস্থির সংখ্যা কয়টি?
উত্তর :- আটটি ।

56. মানুষের মুখমন্ডলে অস্থির সংখ্যা কয়টি?
উত্তর :- 14 ।

57. কঙ্কালতন্ত্রের কাঠামো গঠন করে কে?
উত্তর :- মেরুদন্ড ।

58. মেরুদন্ড যে ছোট ছোট অস্থি দিয়ে গঠিত তাদের প্রত্যেকটি কে কি বলে ?
উত্তর :- কশে্রুকা ।

59. মানুষের প্রতিটি বাহুতে অস্থির সংখ্যা কত?
উত্তর :- 30 ।

60. যে অস্থি কাঠামো পায়ের অস্থি গুলিকে ধরে রাখে ও চলতে সাহায্য করে তাকে বলে ?
উত্তর :- শ্রেণী চক্র ।

61. রেডিয়াস আলনা অস্থি থাকে ?
উত্তর :- হাতে ।

62. নিউ মেরাজ কোথায় থাকে?
উত্তর :- হাতের উপরের অংশে ।

63.  মানুষের অন্তঃকঙ্কাল কি দ্বারা গঠিত?
উত্তর :- অস্থি ও তরুণাস্থি ।

64.  স্টার নাম বা উরঃ ফলক অস্থি কোথায় থাকে ?
উত্তর :- বুকের সামনে ।

65. মানুষের দেহের সবচেয়ে বড় অস্থি কি ?
উত্তর :- ফিমার ।

66. পায়ের নিচের অংশে যে দুটি অস্থি থাকে তাদের নাম হল ?
উত্তর :-  টিবিয়া ফিবুলা ।

67. হাত ও পায়ের আ্ঙুলের হাড় গুলিকে বলা হয় ?
উত্তর :- ফ্যালাঞ্জেস ।

68.  দেহের অস্থি সন্ধিতে যে বিশেষ কলা থাকে তাকে বলে ?
উত্তর :- লিগামেন্ট । 

69. বক্ষ পিঞ্জরের প্রথম সাত জোড়া পাঁজর হলো ?
উত্তর প্রকৃত পাঁজর 

70. অপ্রকৃত পাঁজর বলা হয় বক্ষপিঞ্জরের কোন পাঁজর গুলিকে?
উত্তর :- 8, 9, 10 ।

File Details :-
File Name :- Life Science Impotant Question Answer PDF
File Language :- Bengali
File Size :- 466 KB
No. of Pages :- 03
Download Link :- Click Here To Dwonload 

1 comment:

×close ad