Indian Constitution SAQ In Bengali PDF Download : ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর
Indian Constitution SAQ In Bengali PDF Download |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর এর পিডিএফ । এই পিডিএফ টির মধ্যে ৫৬ টি ভারতীয় সংবিধানের SAQ প্রশ্নোত্তর রয়েছে । যেগুলি তোমাদের আগত সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী । তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে ভারতীয় সংবিধানের প্রশ্নোত্তর গুলি ভালো করে এক ঝলকে দেখে নাও । এবং তোমাদের পড়ার সুবিধার্থে নীচের Download লিংক থেকে পিডিএফ টি Download করে নাও ।
ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর
1) ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ?
➤ গণেশ বাসুদেব মাভোললাঙ্কার।
2) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
➤ শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ।
3) পঞ্চায়েত প্রার্থীর নূন্যতম বয়স কত?
➤ ২১ বছর।
4) মৌলিক অধিকার বাতিল করতে পারেন কে?
➤ রাষ্ট্রপতি ।
5) ভারতে প্রথম লোকসভা গঠিত হয়?
➤ 1952 খ্রিস্টাব্দে।
6) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা রাষ্ট্রব্যবস্থার বর্ণনা দিয়ে বলা হয়েছে এটি একটি -
➤ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
7) লোকসভার কয়জন ইঙ্গ ভারতীয় সদস্য কে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে ?
➤ দুইজন ।
8) রাজ্যপাল তার কাজের জন্য দায়িত্বশীল থাকেন -
➤ রাষ্ট্রপতির কাছে ।
9) সংবিধান অনুসারে মন্ত্রিপরিষদ দায়িত্বশীল থাকে -
➤ লোকসভার কাছে।
10) লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান সর্বোচ্চ হতে পারে -
➤ ৬ মাস।
11) ভারতবর্ষের রাজ্য সংখ্যা হল -
➤ ২৮ টি।
12) জম্বু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ স্ট্যাটাস এর অর্থ -
➤ আলাদা সংবিধানের অধিকার।
13) কোন কোন রাজ্যে রাজ্য আইনসভার দুটি কক্ষ আছে, এদের কি বলা হয় ?
➤ বিধানসভা ও বিধান পরিষদ।
14) কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাষক কে বলা হয় -
➤ লেফটেন্যান্ট গভর্নর।
15) রাজ্যের সর্বোচ্চ বিচারালয় বা মহা ধর্মাধিকরণ গঠিত হয় কত জন বিচারপতি নিয়ে ?
➤ একজন প্রধান বিচারপতি এবং ১১ জন অন্য বিচারপতি নিয়ে।
16) বিধানসভায় অর্থবিল করতে হলে প্রথমে কার অনুমোদন প্রয়োজন ?
➤ রাজ্যপালের ।
17) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে বহাল থাকেন -
➤ 6 বছরের জন্য অথবা 65 বছর বয়স পর্যন্ত।
18) কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক কে বলা হয় -
➤ লেফটেন্যান্ট গভর্নর।
19) মুখ্য নির্বাচন কমিশনারদের পদ থেকে অপসারিত করতে পারেন -
➤ সংসদের সুপারিশ অনুসারে রাষ্ট্রপতি ।
20) ফিন্যান্স কমিশনের সদস্য একজন সভাপতি ছাড়া -
➤ চারজন।
21) পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় -
➤ রাজস্থান রাজ্যে।
22) জম্বু কাশ্মীর চার্জের জন্য বিশেষ স্ট্যাটাস এর অর্থ -
➤ আলাদা সংবিধান অধিকার।
23) ভারতবর্ষে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সূত্রপাত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?
➤ 1959 খ্রিস্টাব্দে।
24) ভারতের সংবিধানে কত গুলি ভাষা স্বীকৃতি দেওয়া হয় ?
➤ 22টি ভাষা কে।
25) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি?
➤ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
26) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দুজন সদস্যের নাম উল্লেখ করো?
➤ ড: তারাচাঁদ এবং ড: জাকির হোসেন।
27) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উল্লেখিত দুটি পেশাগত শিক্ষার নাম লেখ?
➤ আইন ও চিকিৎসাশাস্ত্র।
28) গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে কোন শিক্ষা কমিশন?
➤ রাধাকৃষ্ণন কমিশন।
29) মুদালিয়র কমিশনের অপর নাম হলো -
➤ মাধ্যমিক শিক্ষা কমিশন।
30) মাধ্যমিক শিক্ষায় 7 টি প্রবাহের অবতারণা করে?
➤ মুদালিয়র কমিশন।
31) ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় শিক্ষা হলো?
➤ যুগ্ম তালিকাভুক্ত।
32) 1947 খ্রিস্টাব্দের কত তারিখে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়?
➤ 14 আগস্ট
33) ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি ছিলেন?
➤ ড. রাজেন্দ্র প্রসাদ।
34) ভারতীয় সংবিধানের 42 তম সংশোধনের পর "শিক্ষা" বিষয়টি .......... তালিকার অন্তর্ভুক্ত হয়?
➤ যুগ্ম তালিকা।
35) ভারতের সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্বীকৃতি হয়
➤ 1905 সালের 26 জানুয়ারী থেকে স্বীকৃতি হয়।
36) ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্ম, জাতি, বর্ণ, ইত্যাদি কারণে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ হয়েছে?
➤ 15 নং ধারায়।
37) কত খ্রিস্টাব্দে 42 তম সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে "সমাজতান্ত্রিক" এবং "ধর্মনিরপেক্ষ" শব্দ দুটি জুড়ে দেওয়া হয়েছে?
➤ 1976 খ্রিস্টাব্দে।
38) ভারতীয় সংবিধান হলো পৃথিবীর ____ সংবিধান?
➤ জটিলতম।
39) অধিকারের মাধ্যমে _____ প্রতিষ্ঠিত হয়?
➤ গণতন্ত্র।
40) সংবিধানের কত নং ধারায় সংবিধান চালু হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়সি সব ছেলেমেয়ের শিক্ষা অবৈতনিক করতে বলা হয়েছে?
➤ 45 নং ধারায়।
41) কোঠারি কমিশন কবে গঠিত হয়?
➤ 1964-66 খ্রিস্টাব্দ।
42) সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার বিষয়ে সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
➤ 30 নং ধারায়।
43) শিক্ষাব্যাবস্থায় পর্যালোচনার জন্য ভারত সরকার যে কমিশন নিয়োগ করেন, তার সভাপতি ছিলেন?
➤ ড. কোঠারি।
44) রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশে গঠিত হয়?
➤ গ্রামীণ বিশ্ববিদ্যালয়।
45) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়?
➤ 1948 খ্রিস্টাব্দে।
46) National Council of Rural Higher Education (NCRHE) কবে প্রতিষ্ঠিত হয়?
➤ 1956 সালে।
47) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সদস্য ছিলেন?
➤ ড: জেমস এফ. ডাফ।
48) রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট গ্রামীণ শিক্ষা ব্যাবস্থায় "বিশ্ববিদ্যালয় স্নাকোত্তর শিক্ষা'র জন্য সময় নির্দিষ্ট করা হয়েছে ?
➤ ২ বছর।
49) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন?
➤ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণান।
50) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয়?
➤ 1949 খ্রিস্টাব্দে।
51)রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল?
➤ ১০ টি।
52) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন?
➤ ড: নির্মলকুমার সিদ্ধান্ত।
53) "শ্রীনিকেতন" কি ধরনের শিক্ষা প্রতিষ্ঠান?
➤ Rural Institute।
54) রাধাকৃষ্ণন কমিশনের অন্য না কি?
➤ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন।
51) মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা কত ?
➤ 9 টি।
52) মুদালিয়র কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ে ?
➤ 1953 খ্রিস্টাব্দে।
53) মুদালিয়র কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন প্রবাহের বিষয়গুলোকে ক'টি গ্রুপে ভাগ করেছে?
➤ 7 টি।
54) মুদালিয়র কমিশনের রিপোর্ট অধ্যায় সংখ্যা হল
➤ ১৬ অধ্যায়।
55) মুদালিয়র কমিশনের মতে, হায়ার সেকেন্ডারি না উচ্চ মাধ্যমিক স্তর হবে ?
➤ ৪ বছরের জন্য।
56) স্বাধীন ভারতের প্রথম "শিক্ষা কমিশন" কোনটি?
➤ রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন।
File Details :-
File Name :- ভারতীয় সংবিধান প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ
File Language :- Bengali
File Size :- 440 KB
No. of Pages :- 03
Download Link :- Click Here To Dwonload
No comments:
Post a Comment