Breaking

সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF / General Knowledge SAQ PDF

সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF / General Knowledge SAQ PDF / জেনারেল নলেজ  – General Knowledge PDF 
সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF / General Knowledge SAQ PDF
প্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : General Knowledge in Bengali PDF; এই পিডিএফ টির মধ্যে বাছাই করা ৭১ টি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর দেওয়া আছে । এই প্রশ্ন গুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে । আপনি যদি জেনারেল নলেজ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (MCQ) খুঁজে চলেছেন, তাহলে আমাদের সাইট টিকে ভালো করে দেখুন এবং সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর MCQ খুঁজুন পেয়ে যাবেন ।

সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফ টির কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিয়ে.. নীচ থেকে সম্পূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল টি বিনামূল্যে সংগ্রহ করে নাও ।

সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর
০১) পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উঃ- বঙ্গোপসাগর।

০২) জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উঃ- উত্তর চব্বিশ পরগনা।

০৩) পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?
উঃ- কলকাতা।

০৪) পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত?
উঃ- স্থলভাগ।

০৫) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উঃ- কলকাতা।

০৬) পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উঃ- বাংলা।

০৭) পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উঃ- মেছো বিড়াল।

০৮) পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি 
উঃ- শ্বেত কণ্ঠ মাছরাঙ্গা।

০৯) পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উঃ- শিউলি।

১০) পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উঃ- ছাতিম।

১১) পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উঃ- গৌড়ীয় নৃত্য।

১২) পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ- ডঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ।

১৩) পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী নাম কি?
উঃ- ডঃ বিধান চন্দ্র রায়।

১৪) পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি 
উঃ- চক্রবর্তী রাজাগোপালাচারী।

১৫) পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি?
উঃ- 23 টি।

১৬) পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উঃ- 5 টি।

১৭) পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উঃ- 16 টি।

১৮) পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উঃ- 42 টি।

১৯) পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উঃ- 194 টি।

২০) ´বাংলার দুঃখ` বলা হয় কোন নদীকে?
উঃ- দামোদর।

২১) গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উঃ- দ্বারকেশ্বর।

২২) দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি?
উঃ- মুণ্ডেশ্বরী।

২৩) পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত?
উঃ- উত্তর ও পশ্চিম দিক থেকে।

২৪) পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উঃ- মৌসুমী জলবায়ু।

২৫) পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লিখ?
উঃ- দার্জিলিং।

২৬) পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
উঃ- পশ্চিমবঙ্গের মালভূমি।

২৭) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি?
উঃ- কয়লা।

২৮) পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উঃ- রানীগঞ্জে।

২৯) পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়?
উঃ- জলপাইগুড়িতে।

৩০) কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে?
উঃ- হরিণঘাটায়।

৩১) স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উঃ- সুকুমার সেন।

৩২) বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ- লর্ড ওয়ারেন হেস্টিংস । 

৩৩) ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ-  লর্ড উইলিউন বেন্টিং।

৩৪) ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?
উঃ-  লর্ড ক্যানিং।

৩৫) প্রথম ভারতীয় নোবেল প্রাপক কে?
উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।

৩৬) ভারতবর্ষের বিচারব্যবস্থায় সর্বনিম্ন আদালত কোনটি?
উঃ- পঞ্চায়েত।

৩৭) স্বাধীন ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি?
উঃ- হরিলাল কানিয়া।

৩৮) ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন?
উঃ- 65 বছর।

৩৯) হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন?
উঃ- 62 বছর।

৪০) বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
উঃ- 21 শে মার্চ।

৪১) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উঃ- ভিটামিন এ।

৪২) কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাক টিকিটের প্রবর্তন করেন?
উঃ- লর্ড ডালহৌসি।

৪৩) গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি?
উঃ- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।

৪৪) বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উঃ-অশ্বক্ষুরাকৃতি।

৪৫) পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি?
উঃ- উত্তর দিনাজপুর জেলার চোপড়া।

৪৬) পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়?
উঃ- পশ্চিমী ঝঞ্জা।

৪৭) পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উঃ- পাট শিল্প।

৪৮) ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ- নরেন্দ্র মোদি।

৪৯) ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উঃ- রামনাথ কোবিন্দ।

৫০) স্বাধীন ভারতের প্রথম রাষ্টপতির নাম কি?
উঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ।

৫১) স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?
উঃ- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ।

৫২) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ- জওহরলাল নেহেরু।

৫৩)  JFM এর সম্পূর্ণ নাম কি?
উঃ- JFM এর সম্পূর্ণ নাম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট । 

৫৪) ইতিহাস একটি বিজ্ঞান এর বেশিও না কমও নয় 
কার উক্তি ?
উঃ-  বিউরি । 

৫৫) রামমোহন রায়কে "রাজা" উপাধি কে দিয়েছিলেন?
উঃ- মোগল সম্রাট দ্বিতীয় আকবর।

৫৬) ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে হন?
উঃ-  ড: সুকর্ণ।

৫৭) ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ-  লর্ড মাউন্টব্যাটেন।

৫৮) সর্বপ্রথম কোন পত্রিকায় বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? 
উঃ-  বঙ্গদূত পত্রিকা । 

৫৯) শিমনোসেকির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 
উঃ- 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে

৬০) শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত- 
হয়েছিল? 
উঃ- ১৭৯২ খ্রিস্টাব্দে টিপু সুলতান ও লর্ড কর্ণওয়ালিস। 

৬১) বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 
উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ।

৬২) অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 
উঃ- ১৮০৯ খ্রিস্টাব্দে রণজিৎ সিংহের সঙ্গে বড়লাট মিন্টোর মধ্যে । 

৬৩) "সব ইতিহাসই সমকালীন ইতিহাস" - কার উক্তি ?
উঃ- উক্তিটি ক্লোচের।

৬৪) ইতিহাস হলো বর্তমান ও অতীত এর মধ্যে অন্তহীন সংলাপ উক্তিটি করেছেন কে?
উঃ- ই. এইচ. কারের । 

৬৫) 'সমাজের জীবনই ইতিহাস' উক্তিটি কার?
উঃ - টয়েনবির । 

৬৬) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে -
উঃ- সিকিম – ভুটান । 

৬৭) জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
উঃ - ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু।

৬৮) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?
উঃ -  চন্দ্রগুপ্ত মৌর্য কে।

৬৯) গ্রিক লেখকদের বর্ণনায় কাকে ‘সান্ড্রোকোট্টাস’ নামে অভিহিত করা হয়েছে?
উঃ - চন্দ্রগুপ্ত মৌর্য কে।

৭০) "কুয়োমিনটাং" দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ - সান ইয়াৎ সেন।

৭১) "দক্ষিণী বিদ্যাসাগর" কাকে বলা হয়?
উঃ - বিরসা লিঙ্গম পান্ডালু।

File Details :-
File Name :- সাধারণ জ্ঞান SAQ প্রশ্ন উত্তর PDF   
File Language :- Bengali
File Size :- 990 KB
No. of Pages :- 04

No comments:

Post a Comment

×close ad