জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর বাংলা পিডিএফ - Life Science Question & Answer Bengali PDF
জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর বাংলা পিডিএফ - Life Science Question & Answer Bengali PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সাথে শেয়ার করবো - দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বই এর থেকে সংগ্রহ করা ৫০ টি জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর । যেগুলি তোমরা MCQ প্রশ্ন আকারে পিডিএফ পাবে । আর এই প্রশ্নগুলির দ্বারা তোমরা আগত মাধ্যমিক জীবন বিজ্ঞান ও যে কোন প্রতিযোগিতা মূলক পরিক্ষার প্রস্তুতি কে অনেকটা শক্তিশালী করে তুলতে পারবে ।
🔹🔸 সুতরাং আর বেশি সময় অপচয় না করে নীচে এক ঝলকে জীবন বিজ্ঞান প্রশ্নগুলো ভালো করে দেখে নিয়ে পুরো পিডিএফ ফাইল টি Download করে নাও।
জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর পর্ব-এক
1) পাতার কোন কলায় সালোকসংশ্লেষণ ঘটে?
a) যোজক কলা
b) ভাজক কলা
c) স্থায়ী কলা
d) মেসোফিল কলা
2) অঙ্গার আত্তীকরনে শক্তির উৎসটি হল......
a) ATP
b) ADP
c) ক্লোরোফিল
d) সূর্য
3) রাত্রে উদ্ভিদের শ্বেতসার প্রস্তুত হয়.....
a) গ্লুকোজ থেকে
b) স্টার্চ থেকে
c) প্রোটিন থেকে
d) ফ্যাট থেকে
4) ক্লোরোফিলকে সক্রিয় করে -
a) কোয়ান্টা
b) ফোটন কণা
c) ADP
d) NADP
5) বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষণ ভালো হয়?
a) লাল ও নীল
b) নীল ও বেগুনি
c) লাল ও হলুদ
d) হলুদ ও নীল
6) এক গ্রাম অনু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ......
a) 686 cal
b) 686 k.cal
c) 7.3 k.cal
d) 7.3 cal
7) পরাশ্রয়ী উদ্ভিদের জলশোষণকারি অঙ্গটি হলো....
a) মূলরোম
b) ভেলামেন
c) পরাশ্রয়ী মূল
d) হস্টোরিয়া
8) ক্যারোটিন ও জ্যানথোফিলকে একত্রে কি বলে?
a) ফাইকোবিলীন
b) ফাইকোসায়ানিন
c) ক্যারোটিনয়েডস
d) বিটা ক্যারোটিন
9) উদ্ভিদের কোন রাসায়নিক পদার্থ সৌরশক্তি শোষণে সক্ষম?
a) ক্লোরোফিল
b) ATP
c) NADP
d) ADP
10) এনার্জি কারেন্সি বলে.....
a) ATP - কে
b) AMP - কে
c) NADP - কে
d) GTP - কে
11) সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল....
a) এন্টামিবা
b) অ্যামিবা
c) প্যারামেসিয়াম
d) ক্রাইস্যামিবা
12) গ্লুকোজ এ উপস্থিত মৌলগুলি হল.....
a) C, H, O, N
b) N, H, C
c)N, C, O
d)C, H, O
13) সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে.....
a) গ্লাইকোজেন রূপে
b) স্টার্চ রূপে
c) ফ্যাট রূপে
d) তেল রূপে
14) সালোকসংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস....
a) জ্বর
b) কার্বন ডাই অক্সাইড
c) গ্লুকোজ
d) NADP
15) সালোকসংশ্লেষের সময় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে.....
a) নাইট্রোজেন
b) NADP
c) ক্লোরোফিল
d) ATP
16) ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন.....
a) নেবিয়ে
b) কেলভিন
c) বার্নেস
d) ব্ল্যাক ম্যান
17) নিচের কোনটি একটি কোশের ক্ষেত্রে অঙ্গানু নয়?
a) মাইটোকনড্রিয়া
b) ক্লোরোফিল
c) ক্লোরোপ্লাস্ট
d) নিউক্লিয়াস
18) প্রধান শ্বসন বস্তু কি হলো......
a) অ্যাসিনো অ্যাসিড
b) জৈব অ্যাসিড
c) ফ্যাটি অ্যাসিড
d) গ্লুকোজ
19) গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোশের......
a) মাইটোকনড্রিয়ায়
b) সাইটোপ্লাজমে
c) প্লাসটিড
d) সেন্ট্রোজোমে
20) শ্বসনে উৎপন্ন শক্তি হল...
a) যান্ত্রিক শক্তি
b) তাপ শক্তি
c) সৌরশক্তি
d) রাসায়নিক শক্তি
21) প্রহরীকোশ বা রক্ষীকোশ থাকে.....
a) লেন্টিসেলে
b) পত্ররন্ধে
c) জল রন্ধে
d) হাইডাথোডে
22) ফুসফুসের আবরনের নাম.....
a) মেনিনজেস
b) প্লুরা
c) পেরিকার্ডিয়াম
d) ক্যাপসুল
23) মানবদেহের মাইটোকনড্রিয়াবিহিন কোশটি হলো......
a) যকৃত কোষ
b) স্নায়ু কোষ
c) শুক্রাণু কোষ
d) RBC
24) অবাত শ্বসন সম্পন্নকারী একটি প্রাণী হল.......
a) আরশোলা
b) ফিতা কৃমি
c) কেঁচো
d) শামুক
25) সন্ধান প্রক্রিয়ায় সাহায্যকারী উৎসেচক কি হলো.....
a) টায়ালিন
b) পেপসিন
c) জাইমেজ
d) ট্রিপসিন
26) উদ্ভিদের শ্বসনে সাহায্যকারী একটি অঙ্গ হল.....
a) পত্ররন্ধ্র
b) কান্ড
c) ফুল
d) বীজ
27) শ্বসনে সাহায্যকারী অঙ্গানুকি হলো.....
a) প্লাসটিড
b) মাইটোকনড্রিয়া
c) রাইবোজোম
d) সেন্ট্রোজোম
28) একটি শ্বাসরঞ্জক এর নাম হলো.....
a) হিমোগ্লোবিন
b) অ্যালবুমিন
c) গ্লোবিউলিন
d) বিলিরুবিন
29) পতঙ্গের শ্বাস অঙ্গ হল......
a) ফুলকা
b) ট্রাকিয়া
c) ফুসফুস
d) দেহ ত্বক
30) শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে......
a) সুন্দরী
b) আম
c) জাম
d) কাঁঠাল
31) পায়রার বায়ুথলির সংখ্যা.........
a) আটটি
b) নয়টি
c) দশটি
d) বারোটি
32) ফুসফুসের গঠনগত ও কার্যগত একক হল.....
a) ট্রাকিয়া
b) ব্রঙ্কিওল
c) ব্রংকাস
d) অ্যালভিওলাই
33) সব ধরনের শ্বসনের সাধারণ পর্যায় টি হল......
a) ক্রেবস চক্র
b) গ্লাইকোলাইসিস
c) ফটোলাইসিস
d) কেলভিন চক্র
34) অতিরিক্ত শ্বাসযন্ত্রবিশিষ্ট দুটি প্রাণী হল......
a) রুই ও কই
b) শিঙি ও মাগুর
c) মাগুর ও কাতলা
d) চিতল ও রুই
35) মানুষের শ্বাসকেন্দ্রে অবস্থিত......
a) ফুসফুসে
b) মধ্যচ্ছদায়
c) সুষুম্নাকান্ডে
d) সুষুম্নাশীর্ষকে
36) মানব ত্বকে সংশ্লেষিত ভিটামিনটি হল.....
a) ভিটামিন - k
b) ভিটামিন - C
c) ভিটামিন - A
d) ভিটামিন – D
37) ভিটামিন এ এর প্রো.. ভিটামিন টি হল....
a) ক্যারোটিন
b) ক্যারোটিনয়েড
c) ক্যারোটিনেজ
d) ক্যারোটিনিন
38) একটি অধাতব ট্রেস এলিমেন্ট হল.....
a) সালফার
b) মলিবডেনাম
c) ফসফরাস
d) বোরোন
39) পরজীবী উদ্ভিদের খাদ্যরস শোষণকারী অঙ্গটি হলো......
a) হস্টোরিয়া
b) জাইলেম
c) ফ্লোয়েম
d) কোনটিই নয়
40) প্রোটিনের একটি প্রধান উপাদান হলো.....
a) নাইট্রোজেন
b) পটাশিয়াম
c) ক্লোরিন
d) আয়োডিন
41) 1 গ্রাম ফ্যাটের তাপন মূল্য কত......
a) 4.2 k.cal
b) 3.9 k.cal
c) 9.3 k.cal
d) 93 k.cal
42) পরিপাককৃত খাদ্য বস্তু শোষিত হয়......
a) ভিলির দ্বারা
b) পাকস্থলীর দ্বারা
c) যকৃতের দ্বারা
d) ইলিয়াম দ্বারা
43) কোন খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে....
a) প্রোটিন
b) কার্বোহাইড্রেট
c) ফ্যাট
d) ডিম
44) প্রাণীদেহে আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
a) বেরিবেরি
b) রক্তাল্পতা
c) গলগন্ড
d) রাতকানা
45) অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় উভয় ধরনের পরিপাক ঘটে.....
a) কেঁচো তে
b) হাইড্রায়
c) আরশোলায়
d) অ্যামিবায়
46) কোন মৌলের অভাবে রক্তাল্পতা ঘটে?
a) Ca
b) Fe
c) Mg
d) N
47) মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ পরিপাক গ্রন্থটি হল....
a) অগ্ন্যাশয়
b) পিটুইটারি
c) যকৃত
d) লালাগ্রন্থি
48) মানুষের লালাগ্রন্থির সংখ্যা.....
a) চার জোড়া
b) তিন জোড়া
c) দুই জোড়া
d) পাঁচ জোড়া
49) রিকেট রোগ হয়......
a) ভিটামিন D এর অভাবে
b) ভিটামিন চাই এর অভাবে
c) ভিটামিন B এর অভাবে
d) ভিটামিন K এর অভাবে
50) আমাদের অস্থির একটি প্রধান উপাদান হলো.....
a) নাইট্রোজেন
b) ক্যালসিয়াম
c) সোডিয়াম
d) পটাশিয়াম
51) মানবদেহের আদর্শ শোষণ স্থল হলো...
a) বৃহদন্ত্র
b) পাকস্থলী
c) ইলিয়াম
d) মুখবিবর
52) স্কার্ভি রোগ প্রতিরোধ করে....
a) ভিটামিন A
b) ভিটামিন K
c) ভিটামিন C
d) ভিটামিন D
53) লাইকেন এক ধরনের....
a) পরজীবী উদ্ভিদ
b) স্বভোজী উদ্ভিদ
c) মৃতজীবী উদ্ভিদ
d) মিথোজীবী উদ্ভিদ
54) পিত্তরস নিঃসৃত হয়...।
a) অগ্ন্যাশয় থেকে
b) বৃক্ক থেকে
c) পাকস্থলী থেকে
d) যকৃত থেকে
55) মানুষের পুষ্টির পর্যায় হল.....
a) দুটি
b) তিনটি
c) চারটি
d) পাঁচটি
56) পাকস্থলীর অর্ধজীর্ণ ও অর্ধপাচ্য খাদ্যবস্তুকে বলে......
a) বোলাস
b) কাইম
c) কাইল
d) কাইলোমাইক্রন
57) একটি লব্ধ প্রোটিন হল......
a) গ্লাইকোপ্রোটিন
b) পেপটোন
c) হেপটোন
d) প্রোটামিন
58) একটি সপুষ্পক সম্পূর্ণ পরজীবী উদ্ভিদ হল....
a) ভিসকাম
b) লোরান্থাস
c) রাফলোসিয়া
d) শেতচন্দন
59) কোন খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1.....
a) ফ্যাট
b) প্রোটিন
c) কার্বোহাইড্রেট
d) ভিটামিন
60) লালারসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচকটি হল.......
a) লাইসোজোম
b) লাইসোজাইম
c) রাইবোজাইম
d) রাইবোজোম
File Details :-
File Name :- জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf
File Language :- Bengali
File Size :- 466 KB
No. of Pages :- 05
Download Link :- Click Here To Dwonload
No comments:
Post a Comment