ভারতীয় সংবিধান প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ - Indian Constitution Question-Answer in Bengali PDF
ভারতীয় সংবিধান প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ |
আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানের প্রয়োজনীয় কিছু প্রশ্নোত্তর । এই পিডিএফ টির মধ্যে ৫০ টি ভারতীয় সংবিধানের প্রশ্নোত্তর রয়েছে । যেগুলি তোমাদের আগত সমস্ত রকম চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী । তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে ভারতীয় সংবিধানের প্রশ্নোত্তর গুলি ভালো করে এক ঝলকে দেখে নাও । এবং তোমাদের পড়ার সুবিধার্থে নীচের Download লিংক থেকে পিডিএফ টি Download করে নাও ।
ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর
০১) ভারতের সংবিধান রচনা করেছিল কে?
উঃ- ড. ভীমরাও রামজি আম্বেডকর
০২) গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উঃ- সচ্চিদানন্দ সিংহ।
০৩) ভারতের গণপরিষদ গঠিত হয় কত সালে?
উঃ-১৯৪৬ সালে।
০4) গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ।
০৫) প্রথমে ভারতীয় গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল?
উঃ- ৩৮৯।
০৬) গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উঃ- ড. বি. আর. আম্বেদকর।
০৭) গণপরিষদে দেশীয় রাজ্যগুলি থেকে কতজন মনোনীত সদস্য ছিলেন?
উঃ- ৯৩ জন।
০৮) ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা কোন অধিবেশনে স্থির করা হয়?
উঃ- চতুর্থ অধিবেশনে।
০৯) গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল?
উঃ- ৭৮।
১০) ভারতীয় গণপরিষদের ক্ষমতা গ্রহণের উদ্দেশ্য বিশেষ অধিবেশন কবে বসে?
উঃ- ১৯৪৭-এর ১৪ আগস্ট।
১১) গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ- ১৯৪৬-এর ৯ ডিসেম্বর।
১২) ভারতের গণপরিষদ কবে সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা লাভ করে?
উঃ- ১৯৪৭-এর ১৫ আগস্ট।
১৩) গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়
উঃ- দিল্লিতে।
১৪) গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কতজন ছিল?
উঃ- ২৯৬ জন।
১৫) গণপরিষদে কতজন কংগ্রেসের সদস্য ছিলেন?
উঃ- ২৮০ জন।
১৬) গণপরিষদের শেষ অধিবেশন কবে বসে?
উঃ- ১৯৫০-এর ২৪ জানুয়ারি।
১৭) বর্তমান ভারতের সংবিধানে কয়টি ধারা আছে?
উঃ- ৩৯৫ টি (অংকে ৪৪৬ টি)
১৮) গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়?
উঃ- ১১ টি।
১৯) ভারতের সংবিধানের প্রস্তাবনায় কততম সংশোধনে ´সমাজতন্ত্র ও ´ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি যুক্ত হয়েছে?
উঃ- ৪২ তম।
২০) ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
উঃ- ১৯৪৯-এর ২৬ নভেম্বর।
২১) পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোনটি?
উঃ- ভারতের সংবিধান।
২২) কতজন সদস্য দ্বারা স্বাক্ষরিত ভারতের জন্য ঘরোয়া সংবিধান গৃহীত হয়?
উঃ- ২৮৪ জন।
২৩) ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তালিকা বা তফশিল আছে?
উঃ- ১২ টি।
২৪) ভারতের সংবিধান কয়টি খন্ডে বিভক্ত?
উঃ- ২২ টি।
২৫) স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকারী হয়?
উঃ- ১৯৫০-এর ২৬ জানুয়ারি।.
২৬) ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উঃ- ড.বি. আর. আম্বেদকরকে।
২৭) আজ পর্যন্ত কতবার ভারতের সংবিধান সংশোধন করা হয়েছে?
উঃ- ৯৩ বার।
২৮) কে ভারতীয় গণপরিষদকে ´আইনজীবীদের স্বর্গ রাজ্য বলে অভিহিত করেছেন?
উঃ- আইভর জেনিংস।
২৯) ভারতীয় সংবিধানে নাগরিকের কয় প্রকার মৌলিক
অধিকার সন্নিবিষ্ট হয়েছে?
উঃ- ৬ প্রকার।
৩০) ´ভারতের সংবিধান জনগণ রচনা করেনি, সংবিধান রচনা করেছে সমাজের উচ্চবিত্ত এবং শিক্ষিত সম্প্রদায় উক্তিটি কার?
উঃ- কে.ভি. রাও-এর উক্তি।
৩১) ভারতীয় সংবিধানে নাগরিকের কয়টি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছে?
উঃ- ১৪ টি।
৩২) ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতি গুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
উঃ- রাশিয়া।
৩৩) ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উঃ-২২ টি।
৩৪) ভারতের কোন রাজ্যের নিজস্ব সংবিধান আছে?
উঃ- সিকিম।
৩৫) ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্য গুলির মধ্যে ক্ষমতা বর্ণিত হয়েছে?
উঃ- ৩ টি।
৩৬) ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের নূন্যতম বয়স কত?
উঃ- ১৮ বছর।
৩৭) ভারতীয় সংবিধানে কয়টি রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি সন্নিবিষ্ট রয়েছে?
উঃ- ১৩ টি।
৩৯) বর্তমান ভারতের অঙ্গরাজ্য সংখ্যা কয়টি?
উঃ- ২৮ টি।
৪০) ভারতের সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে?
উঃ- ৩ টি।
৪১) ভারতের সর্বশেষ রাজ্যটি নাম কি?
উঃ- ঝাড়খন্ড।
৪২) যুগ্ম তালিকায় কয়টি বিষয় উল্লেখ আছে?
উঃ- ৫২ টি।
৪৩) ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার গুলি বলবৎ করনের জন্য সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ জারি করতে পারে?
উঃ- ৫ ধরণের।
৪৪) সংবিধানের কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে?
উঃ- ৩২ নং।
৪৫) কত তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
উঃ- ৫২ তম।
৪৬) রাজ্য তালিকায় কয়টি বিষয় উল্লেখ আছে?
উঃ- ৬১ টি।
৪৭) সংবিধানে কত তম তফসিলে আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উঃ- দশম তফসিলে।
৪৮) ভারতীয় সংবিধানে তপশিলি জাতি ও তপশিলি -
উপজাতিদের জন্য লোকসভা ও বিধানসভায় আসন সংরক্ষণের মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে?
উঃ- ২০১০ সালের ২৫ শে জানুয়ারি।
৪৯) ইউনিয়ন তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে?
উঃ- ৯৯ টি।
৫০) স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ।
File Details :-
File Name :- ভারতীয় সংবিধান প্রশ্নোত্তরের বাংলা পিডিএফ
File Language :- Bengali
File Size :- 613 KB
No. of Pages :- 03
Download Link :- Click Here To Dwonload
No comments:
Post a Comment