বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা বাংলা PDF
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা বাংলা PDF |
🔶🔷স্নেহের ছাত্র-ছাত্রী,
আজ তোমাদের সঙ্গে সাধারণ জ্ঞান হিসেবে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা বাংলা PDF টি শেয়ার করছি । যেটিতে ভারতের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত প্রথম মহিলাদের নামের তালিকা খুব সুন্দর করে দেওয়া আছে । বিভিন্ন Competitive পরিক্ষায় (WBCS | WBP | WBPSC | Bank | Rail) এই টপিক (বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা) থেকে প্রায়ই প্রশ্ন এসেই থাকে ।
সুতরাং আর সময় অপচয় না করে নিচে দেওয়া লিংক থেকে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা পিডিএফ টি ডাউনলোড করে নাও ।
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা বাংলা PDF
বিভিন্ন ক্ষেত্র | প্রথম মহিলার নাম |
---|---|
জাতীয় কংগ্রেসের সভাপতি | সরোজিনী নাইডু |
রাষ্ট্রপতি | প্রতিভা প্যাটেল |
প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী |
মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী |
রাজ্যপাল | সরোজিনী নাইডু |
লোকসভার অধ্যক্ষ | মীরা কুমার |
সুপ্রিম কোর্টের বিচারপতি | মীরাসাহিব ফাতিমা বিবি |
হাইকোর্টের বিচারপতি | আন্না চন্ডি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | লীলা শেঠ |
রাষ্ট্রদূত | বিজয়লক্ষ্মী পন্ডিত |
আই. পি. এস. অফিসার | কিরণ বেদি |
আই. এ. এস. অফিসার | আন্না জর্জ মালহোত্রা |
ব্যারিস্টার | কর্নেলিয়া সোরাবজি |
আইনজীবী | রোজিনা গুহ |
ভাইস এয়ার মার্শাল | পি. বন্দ্যোপাধ্যায় |
মার্চেন্ট নেভি অফিসার | সোনালী ব্যানার্জি |
রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর | জে. কে. উদেসি |
নির্বাচন কমিশনার | রমা দেবী |
মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়) | অমৃত কাউর |
মহিলা মন্ত্রী (রাজ্য) | বিজয়লক্ষ্মী পন্ডিত |
বিমানচালক | দুর্বা ব্যানার্জি |
ট্রেনচালক | সুরেখা যাদব |
মহাকাশচারী | কল্পনা চাওলা |
স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু |
সান্মানিক স্নাতক | কামিনী রায় |
এম. এ. উত্তীর্ণ | চন্দ্রমুখী বসু |
বাংলা সাহিত্যে উপন্যাসিক | স্বর্ণকুমারী দেবী |
ইংরেজি ভাষার কবি | তরু দত্ত |
চিত্রকর | সুনয়নী দেবী |
চলচ্চিত্র অভিনেত্রী | কমলাবাই গোখলে |
মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া |
নোবেল পুরস্কার বিজয়ী | মাদার টেরেজা |
বুকার পুরস্কার বিজয়ী | অরুন্ধতী রায় |
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | আশাপূর্ণা দেবী |
পদ্মশ্রী প্রাপক | নার্গিস দত্ত |
ভারতরত্ন পুরস্কার প্রাপক | ইন্দিরা গান্ধী |
দাদাসাহেব ফলকে পুরস্কার জয়ী | দেবিকা রানী |
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী | আরতি সাহা |
জিব্রাল্টার অতিক্রমকারী | আরতি প্রধান |
এভারেস্ট জয়ী | বাচেন্দ্রী পাল |
এভারেস্ট জয়ী (প্রতিবন্ধী) | অরুনিমা সিনহা |
আন্টার্কটিকা অভিযানকারী | মেহের মুস |
দাবায় গ্র্যান্ড মাষ্টার | কোনেরু হাম্পি |
অলিম্পিক পদকজয়ী(ব্রোঞ্জ) | কর্ণম মালেশ্বরী |
এশিয়াডে সোনাজয়ী | কমলজিত সিং সাধু |
দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার | মিতালি রাজ |
File Details...
File Name :- বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা.pdf
File Language :- Bengali
File Size :- 365 KB
No. of Pages :- 02
No comments:
Post a Comment