History GK MCQ Question Answer Part-03 for All Competitive Exam
History GK MCQ Question Answer Part-03 |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো পনেরো টি গুরুত্বপূর্ণ ইতিহাস জিকে প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরি যেমন WB Police Constable & SI, Excise Main, WBCS, Railway Group D & NTPC আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী করে তুলতে পারবে এবং যদি প্রশ্নগুলি ভালো করে প্রাকটিস করো তাহলে পরিক্ষায় সব কিছুই সহজ মনে হবে ।
⬔ শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় -
a) চীন ও জাপানের মধ্যে
b) জাপান ও আমেরিকার মধ্যে
c) চীন ও ইংল্যান্ডের মধ্যে
d) জাপান ও ইংল্যান্ডের মধ্যে
⬔ চিনে বিদেশিদের অভাব অনুপ্রবেশ সম্ভব হয় -
a) শিমনোসেকির সন্ধির মাধ্যমে
b) ভার্সাই সন্ধির মাধ্যমে
c) নানকিং-এর সন্ধির মাধ্যমে
d) তিয়েনসিনের সন্ধির মাধ্যমে
⬔ চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেন -
a) জর্জ ওয়াশিংটন
b) ম্যাথু পেরি
c) স্যার জন হে
d) চার্লস বেয়ার্ড
⬔ তরমুজের মতো খন্ড খন্ড করে বাটোয়ারা করা হয় যে দেশকে, সেটি হল -
a) জাপানকে
b) ভিয়েতনামকে
c) চীনকে
d) দক্ষিণ আফ্রিকাকে
⬔ চীনের কাছে 21 দফা দাবি পেশ করে -
a) জাপান
b) ভিয়েতনাম
c) চীন
d) ইন্দোনেশিয়া
⬔ নতুন বিশ্ব বা ´New World` শব্দটি ব্যবহার করেন -
a) মার্কপোলো
b) কলম্বাস
c) আমেরিগো ভেসপুচি
d) ওয়াল্টার লিপম্যান
⬔ আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় -
a)কলোম্বাসের নামানুসারে
b)আমেরিগো ভেসপুচির নামানুসারে
c)কেবড়ালের নামানুসারে
d)ম্যাগেলানের নামানুসারে
⬔ ইনকা সভ্যতা ধ্বংস করেন -
a) কলম্বাস
b) হার্মান্দ কোর্টেস
c) ফ্রান্সিস্কো পিজারো
d) আমেরিগো ভেসপুচি
⬔ আমেরিকায় ইংল্যান্ডের প্রথম উপনিবেশ কোথায় গড়ে উঠেছিল?
a)উত্তর ক্যারোলিনায়
b)দক্ষিণ ক্যারোলিনায়
c)নিউ জার্সিতে
d) নিউইয়র্ক-এ
⬔ কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল -
a)ইংল্যান্ড
b)ফ্রান্স
c)স্পেন
d)ওলন্দাজ
⬔ আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয় -
a)1783 খ্রিস্টাব্দে
b)1815 খ্রিস্টাব্দে
c)1830 খ্রিস্টাব্দে
d)1876 খ্রিস্টাব্দে
⬔ আমেরিকা স্বাধীনতা লাভ করেছিল -
a)1776 খ্রিস্টাব্দের 4 জুলাই
b)1783 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর
c)1789 খ্রিস্টাব্দের 14 জুলাই
d)1876 খ্রিস্টাব্দের 26 জুলাই
⬔ অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন -
a)কোলবার্ট
b)অ্যাডাম স্মিথ
c)চতুর্দশ লুই
d)নেপোলিয়ন
⬔ অবাধ অর্থনীতির প্রবক্তা অ্যাডাম স্মিথ কোন দেশের লোক ছিলেন?
a)ফ্রান্স
b)ইংল্যান্ড
c)ইটালি
d)জার্মানি
⬔ মার্কেনটাইলবাদ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন -
a) অ্যাডাম স্মিথ
b) লেনিন
c) হবসন
d) ক্রচে
More PDF
|
PDF Link
|
---|---|
ইতিহাস MCQ প্রশ্নোত্তর পর্ব-২ | Click Here |
ভূগোল MCQ প্রশ্নোত্তর পর্ব-১ | Click Here |
Barun Mahato
ReplyDelete