Breaking

Geography GK MCQ Question Answer for All Competitive Exam / Part-01

Geography GK MCQ Question Answer for All Competitive Exam / Part-01
Geography GK MCQ Question Answer for All Competitive Exam / Part-01

◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ ভূগোল জিকে প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরি যেমন WB Police Constable & SI, Excise Main, WBCS, Railway Group D & NTPC আরও বিভিন্ন পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী করে তুলতে পারবে এবং যদি প্রশ্নগুলি ভালো করে প্রাকটিস করো তাহলে পরিক্ষায় সব কিছুই সহজ মনে হবে ।


1. ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
(A) ওড়িশা
(B) ঝাড়খন্ড 
(C) ছত্তিশগড়
(D) পশ্চিমবাংলা


2. ভারতে প্রথম চটকল স্থাপিত কোন সালে ?
(A) 1920 সালে
(B) 1850 সালে
(C) 1800 সালে
(D) 1775 সালে 


3. ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে ?
(A) 6
(B) 7.55 
(C) 8.24
(D) 9.12


4. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?
(A) শতদ্রু
(B) ইরাবতী
(C) চন্দ্রভাগা
(D) ঝিলম 


5. ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন  হয় ?
(A) মহারাষ্ট্র 
(B) গুজরাট
(C) অন্ধ্রপ্রদেশ
(D) পাঞ্জাব


6. পশ্চিমবাংলায় শিক্ষার হার কত ?
(A) 70%
(B) 75%
(C) 77% 
(D) 80%


7. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক ?
(A) উত্তরপ্রদেশ 
(B) মহারাষ্ট্র
(C) তামিলনাডু
(D) অন্ধ্রপ্রদেশ 


8. প্রখ্যাত একটি পাখিরালয়ের নাম
(A) কেওলাদেও ঘানা অভয়ারণ্য
(B) গির আরণ্য
(C) সুন্দরবন
(D) বন্দিপুর জাতীয় উদ্যান 


9. পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল হল
(A) পালনী পর্বত
(B) নীলগিরি পর্বত 
(C) পালঘাট গ্যাপ
(D) আন্নামালাই পর্বত


10. পৃথিবীপৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হল
(A) লিথোস্ফিয়ার
(B) হাইড্রোস্ফিয়ার
(C) অ্যাটমোস্ফিয়ার
(D) বায়োস্ফিয়ার 


11. নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?
(A) অমরকন্টক মালভূমি 
(B) বিন্ধ্য পর্বতমালা
(C) মাইখাল পর্বতমালা
(D) পালনী পর্বত


12. লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
(A) জম্মু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) অরুণাচল প্রদেশ
(D) মণিপুর 


13. ভারতের কয়লা প্রধানত
(A) এনথ্রাসাইট
(B) বিটুমিনাস 
(C) লিগনাইট
(D) পিট


14. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম
(A) খরগপুর 
(B) বিশাখাপত্তনম
(C) সেকেন্দ্রাবাদ
(D) কানপুর


15. শিলং শহর অবস্থিত
(A) নাগা পর্বতে
(B) গারো পর্বতে
(C) খাসি পর্বতে 
(D) মিকির পর্বতে


16. পশ্চিমবঙ্গের ‘Dry Port’ -এর অবস্থান হল
(A) কলকাতা
(B) হলদিয়া
(C) কলকাতা, হলদিয়া ও দিঘা 
(D) কলকাতা ও হলদিয়া



17. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ
(A) স্যাডেল শৃঙ্গ 
(B) ডায়াবোলশৃঙ্গ
(C) কার নিকোবর
(D) উপরের কোনোটিই নয়


18. ভারতের উচ্চতম শৃঙ্গ K2এই নামেও পরিচিত :
(A) কারাকোরাম
(B) কাশ্মীর
(C) গডউইন অস্টিন 
(D) কেনিথ


19. চিলকা হ্রদ হল
(A) নোনা জলের হ্রদ 
(B) স্বাদু জলের হ্রদ
(C) বর্ষাকালেস্বাদু জলের হ্রদ
(D) গীষ্মকালে নোনা জলের হ্রদ 


20. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
(A) মহানন্দা নদী
(B) জলঙ্গী নদী
(C) ভাগীরথী নদী 
(D) মাথাভাঙ্গা নদী




More PDF
PDF Link
ইতিহাস MCQ প্রশ্নোত্তর পর্ব-১Click Here
GK MCQ প্রশ্নোত্তর পর্ব-১Click Here

No comments:

Post a Comment

×close ad