Breaking

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-15

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-15
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-15

◆স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।


⬕ বায়ু দূষক কোনটি
A) নাইট্রোজেন
B) কার্বন মনো অক্সাইড
C) কার্বন ডাই অক্সাইড
D) অক্সিজেন


⬕ কার্বন মনো অক্সাইড এর বিষয়ে কোন বক্তব্যটি সত্য?
A) জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে কি সৃষ্ট হয়
B) এটিভিশন দুর্গন্ধযুক্ত একটি গ্যাস
C) মানুষের ক্ষেত্রে এটি ক্ষতিকারক নয়
D) সালোকসংশ্লেষ এটি কাজে লাগে


⬕ কোনটি গৌণ বায়ু দূষণ?
A) কার্বন মনোক্সাইড
B) সালফার ডাই অক্সাইড
C) ওজন
D) কার্বন ডাই অক্সাইড


⬕ ফটো কেমিক্যাল স্মগ এ কোনটি থাকার সম্ভাবনা?
A) ওজন
B) পেরোক্সি অ্যাসিটাইল নাইট্রেট
C) অ্যালডিহাইড 
D) উল্লেখিত সবগুলি


⬕ বায়ু থেকে সূক্ষ্মতম কনা দূরীকরণের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
A) Settling Chamber
B) Cyclone Separator
C) Fabric Filter
D) Electro Static  Precipitator


⬕ সমুদ্র দূষণের ক্ষেত্রে কোনটি দূষক নয়?
A) তেল
B) প্লাস্টিক
C) দ্রবীভূত অক্সিজেন
D) উল্লিখিত সবগুলি


⬕ জলের তাপীয় দূষণ ঘটনার প্রধান উৎস কোনটি?
A) নর্দমার জল শোধন করার কারখানা
B) তাপবিদ্যুৎ কেন্দ্র
C) কঠিন বজ্র ফেলার জায়গা
D) জলবিদ্যুৎ কেন্দ্র


⬕ ভারতে মানুষ বাস্তুচ্যুত হয়েছে প্রধানত যে কারণে সেটি হল
A) দাবানল
B) বাঁধ নির্মাণ
C) ভূমিকম্প
D) যুদ্ধ


⬕ পৃথিবীতে এসিড বৃষ্টির ঘটার জন্য দায়ী প্রধানত উপাদান কি ?
A) কার্বন ডাই অক্সাইড
B) সালফার ডাই অক্সাইড
C) কার্বন মনো অক্সাইড
D) ওজন


⬕ ওজোন স্তর কোন এককে মাপা হয়?
A) মিলিমিটার
B) সেন্টিমিটার
C) ডেসিবেল
D) ডবসন একক


⬕ কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
A) HCFC
B) মিথেন
C) কার্বন ডাই অক্সাইড
D) অক্সিজেন


⬕ সাইকেল চাকার গতি কোন প্রকার?
A) চলন
B) ঘূর্ণন
C) কম্পন
D) মিশ্র গতি


⬕ সূর্যের চারপাশে পৃথিবীর গতি কি প্রকার?
A) বৃত্তীয় গতি
B) ঘূর্ণন গতি
C) চলন গতি
D) মিশ্র গতি


⬕ বিস্তৃত বস্তুর নিজের অক্ষের সাপেক্ষে আবর্তিত হলে সেটি কি প্রকার গতি?
A) বৃত্তীয় গতি
B) ঘূর্ণন গতি
C) চলন গতি
D) মিশ্র গতি


⬕ বক্র পথে সম্পাদিত চলন গতি কে বলে?
A)চলন গতি
B) বক্র চলন গতি
C) মিশ্র গতি
D) ঘূর্ণন গতি


⬕ সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না তাদের অবস্থাকে বলে
A) স্থিতি
B) গতি
C) চলন
D) ঘূর্ণন


⬕ ঘূর্ণন বস্তুর বাইরে অবস্থিত এরূপ একটি উদাহরণ হল?
A)ফ্লাই হুইল এর গতি
B) লাট্টুর গতি
C) সুতোয় বাঁধা পাথরের গতি
D) বলের ঘূর্ণন


⬕ গতিশীল ট্রেন এ বসা যাত্রীর কাছে একই দিকে সমবেগে গতিশীল অন্য ট্রেনে বসা যাত্রীর অবস্থা
A) গতিশীল অবস্থা
B) স্থিরাবস্থা
C) চলন
D) ঘূর্ণায়মান


⬕ ঘূর্ণায়মান পাখার গতির ক্ষেত্রে অক্ষ
A) বস্তুর বাইরে
B) বস্তুর ভিতর
C) বস্তুর বাইরে বা ভিতরে
D) কোনোটিই নয়


⬕ চলমান(ত্বরণ সহ) লিফট কি ধরনের নির্দেশ তন্ত্র?
A) জড় ত্বীয়
B)অজড় ত্বীয়
C) পোলার
D) কোনোটিই নয়




More PDF
PDF Link
Genarel Knowledge MCQ Part-14Click Here

1 comment:

×close ad