General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-13
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-13 |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
⬔ জিন মূলত কার অংশ ?
A. DNA
B. RNA
C. DNA ও RNA
D. কোনো টিই না
⬔ রক্ত কণিকা বিহার কার আমলে তৈরি হয়?
A. গোপাল
B. অশোক
C. আকবর
D. ধর্মপাল
⬔ পাতাঝাঁঝি কী ধরনের ফুল?
A. পক্ষীপরাগী
B. জলপরাগী
C. পতঙ্গপরাগী
D. কোনো টিই না
⬔ 3 মার্চ পালিত হয়?
A. বিশ্ব বন্য প্রাণী দিবস
B. বিশ্ব কিডনি দিবস
C. শিশু সুরক্ষা দিবস
D. কোনো টিই না
⬔ বিশুদ্ধ জলে গ্রহনযোগ্য BOD মান কত?
A. 10 PPM
B. 5 PPM
C. 60 PPM
D. 100 PPM
⬔ WWW (World wide Web ) এর প্রতিষ্ঠাতা -
A. টিম বার্নাস লি
B. জেমস ওয়েব
C. সিও তুং
D. চার্লস ব্যাবেজ
⬔ বাজেং ডোবা কোথায় অবস্থিত ?
A. নেপাল
B. ত্রিপুরা
C. মেঘালয়
D. মধ্যপ্রদেশ
⬔ বেগুসরাই ভোটকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
A. বিহার
B. পশ্চিমবঙ্গ
C. উত্তরপ্রদেশ
D. অসম
⬔ প্যাকিং ফয়েল তৈরিতে ব্যবহৃত হয়?
A. Cu
B. Sn
C. Zn
D. Al
⬔ মানবদেহের ফুসফুসে কতগুলি অ্যালভিওলাই থাকে ?
A. প্রায় 40 কোটি
B. প্রায় 30 কোটি
C. প্রায় 20 কোটি
D. কোনো টিই না
⬔ ফড়িং এর শ্বাস অঙ্গ হল -
A. শ্বাসনালী
B. ফুসফুস
C. ট্রাকিয়া
D. ফুলকা
⬔ কোন খনিজের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় ?
A. ফসফরাস
B. ক্যালশিয়াম
C. সোডিয়াম
D. ম্যাগনেসিয়াম
⬔ ফটোফসফোরাইলেশনে কী উৎপন্ন হয়?
A. ADP
B. NADP
C. ATP
D. সবকটি
⬔ রক্তের একটি অজৈব উপাদান হল -
A. গ্লুকোজ
B. ফাইব্রিনোজেন
C. সোডিয়াম
D. সবকটি
⬔ বাহুকে ভাজ করতে সাহায্য করে?
A. ফ্লেক্সর পেশি
B. এক্সটেনসর পেশি
C. উভয় পেশি
D. কোনো টিই না
⬔ স্ট্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের উষ্নতা প্রায় -
A. 10 ডিগ্রী সেলসিয়াস
B. 0 ডিগ্রী সেলসিয়াস
C. 100 ডিগ্রী সেলসিয়াস
D. কোন টিই না
⬔ গ্লাইকোলাইসিসের অপর নাম -
A. EMP পথ
B. EMI পথ
C. GSY পথ
D. কোনো টিই না
⬔ একটি স্বল্প মৌলিক উপাদান হল -
A. Mo
B. Ca
C. Na
D. Fe
⬔ দহন উপন্যাসটি কার লেখা?
A. সুনীল গঙ্গোপাধ্যায়
B. সুচিত্রা ভট্টাচার্য
C. বিষ্নু দে
D. কেউ ই না
⬔ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়া হয়?
A. রাশিয়া
B. জাপান
C. পশ্চিম জার্মানি
D. কোনো টিই না
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-11 | Click Here |
Durgapur steel plant - UK
ReplyDelete