Breaking

Physical Science MCQ Question Answer Part-02 for All Competitive Exam

Physical Science MCQ Question Answer  Part-02 for All Competitive Exam 
Physical Science MCQ Question Answer  Part-02 for All Competitive Exam 

◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।


01) সূর্যের কেন্দ্রে উষ্ণতা সমতুল -
a) 30 মিলিয়ন কেলভিনের
b) 20 মিলিয়ন কেলভিনের 
c) 50 মিলিয়ন কেলভিনের
d) 40 মিলিয়ন কেলভিনের 


02) উষ্ণতা স্থির রেখে একটি গ্যাসের নমুনার আয়তন যদি বাড়ানো হয়, তাহলে গ্যাসটি পাত্রের দেওয়ালে আংশিকভাবে কম চাপ প্রয়োগ করে কারণ এর অনুগুলি দেওয়ালে ধাক্কা দেয় -
a) খুব কম বার
b) কম বল নিয়ে 
c) কম শক্তি নিয়ে 
d) কম বেগ নিয়ে 


03) হাইড্রোজেন অণুর তুলনায় অক্সিজেন অনুর ভর 16 গুণ বেশি।  কোন উষ্ণতায়, 400 k উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের নমুনার অনুগুলির গড় গতিশক্তি কিছু অক্সিজেন গ্যাসের নমুনার অনুর গতিশক্তির সঙ্গে সমান হবে।
a) 25 k
b) 6400 k
c) 1600 k
d) 400 k 


04) বায়ু শক্তি উৎপন্ন হয় বায়ুর ক্ষমতা ___হলে ।
a) =10 km/h
b) > 10 km/h 
c) > 5 km/h 
d) >15 km/h


05) সূর্য রশ্মি বিকিরণের কোন অংশটি উত্তাপের অনুভূতি দেয়?
a) লাল বর্ণের আলো 
b) অবলোহিত আলো 
c) দৃশ্যমান আলো 
d) অতিবেগুনি আলো 


06) নিম্নলিখিত কোনটিকে পোড়ানো হলো সবচেয়ে কম দূষণ হয়?
a) পেট্রোল 
b) প্রাকৃতিক গ্যাস 
c) কয়লা 
d) ডিজেল 


07) স্পষ্ট প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ ও প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের অন্তর অবশ্যই হতে হবে--
a) 2s
b) 1s
c) 0.2s
d) 0.1s 


08) প্রবল শব্দ অনেক বেশি দূরত্ব যাওয়ার কারণ -
a) উচ্চতর বিস্তার 
b) উচ্চতর বেগ 
c) উচ্চতর কম্পাঙ্ক 
d) উচ্চতর শক্তি 


09) শব্দেতর তরঙ্গ শুনতে পায় -
a) ডলফিন 
b) বাদুড় 
c) রাইনোসেরস 
d) মানুষ 


10) একটি কম্পনশীল বস্তুর পর্যায়কাল 0.05 s । এর দ্বারা উৎপন্ন তরঙ্গের কম্পাঙ্ক -
a) 5 Hz
b) 2 Hz 
c) 200 Hz 
d) 20 Hz 


11) একটি সমতল দর্পণের প্রতিবিম্ব সর্বদা -
a) সদ এবং সোজা 
b) অসদ এবং উল্টো 
c) সদ এবং উল্টো
d) অসদ এবং সোজা 


12) একটি সমতল দর্পণের উপর আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোন হবে -
a) 180°
b) 45°
c) 90°
d) 0° 


13) কোন ধরনের দর্পণে দৃষ্টির পাল্লা সবচেয়ে বেশি?
a) উত্তল দর্পণ 
b) অবতল দর্পণ
c) বেলনাকৃতি দর্পণ 
d) সমতল দর্পণ 


14) একটি 2.0 সেমি বস্তু একটি অবতল দর্পণের মূল অক্ষের লম্বভাবে রাখা হল। দর্পণ থেকে বস্তুটির দূরত্ব দর্পণের বক্রতলের ব্যাসার্ধের সঙ্গে সমান। প্রতিবিম্বের মাপ কি হবে?
a) 1.0 সেমি 
b) 1.5 সেমি 
c) 0.5 সেমি 
d) 2.0 সেমি 


15) বৃষ্টির দিনে জলের উপর পাতলা তেলের স্তর থাকলে বিভিন্ন ধরনের উজ্জ্বল বর্ণ দেখা যায়, তার কারণ -
a) মেরুকরণ 
b) ব্যতিচার 
c) বিক্ষেপণ
d) বিচ্ছুরণ


16) 35°C উষ্ণতায় প্রশমিত দ্রবণের pH- এর মান হল -
a) >7 
b) <7
c) 7
d) শূন্য 


17) পরিষ্কার জ্বালানি হিসেবে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়?
a) পেট্রোল 
b) এল পি জি 
c) মিথেন
d) খনিজ তেল 


18) কোন শ্রেণীর মৌল খুব সহজেই অ্যানায়ন তৈরি করে?
a) হ্যালোজেন 
b) নাইট্রোজেন
c) অক্সিজেন 
d) অ্যালকালি মেটাল 


19) নিম্নলিখিত কোনটি ইন্ডিয়ান সল্টপিটার নামে পরিচিত?
a) সোডিয়াম ক্লোরাইড 
b) ক্যালসিয়াম নাইট্রেট 
c) সোডিয়াম নাইট্রেট
d) পটাশিয়াম নাইট্রেট


20) তরল অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব -
a) 0.88 
b) 2
c) 1
d) 0.94




More PDF
PDF Link
ভৌতবিজ্ঞান MCQ প্রশ্নোত্তর পর্ব-১Click Here

No comments:

Post a Comment

×close ad