Physical Science MCQ Question - Answer for All Competitive Exam / Part-01
Physical Science MCQ Question Answer Part-01 for All Competitive Exam |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
1) 4 কুলম্ব আধানকে 10 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে গেলে কি পরিমান কার্য হয়?
a) 0.4 j
b) 40 j
c) 2.5 j
d) 10 j
2) রেকটিফায়ার কি ধরনের রূপান্তরের জন্য ব্যবহার করা হয়?
a) AC থেকে DC
b) কোনোটিই নয়
c) কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজ
d) DC থেকে AC
3) একটি 24 ভোল্ট এবং একটি 10 ভোল্ট ব্যাটারি শ্রেণী সমবায়ে বিপরীত মুখে থাকলে মোট ভোল্টেজ হবে -
a) 14 ভোল্ট
b) 34 ভোল্ট
c) 24 ভোল্ট
d) 10 ভোল্ট
4) যদি কোন কণার সময়-সরণের লেখচিত্র সময়ের অক্ষের সাথে সমান্তরাল হয়, তাহলে কনার গতিবেগ হবে -
a) অসীম
b) শূন্য
c) কণার ত্বরণ-এর সঙ্গে সমান
d) একক
5) যখন বৃষ্টি হয় তখন শিশিরাঙ্ক হল -
a) 0° সেন্টিগ্রেড
b) ঘরের উষ্ণতা
c) 100° সেন্টিগ্রেড
d) 50° সেন্টিগ্রেড
6) 30° সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের সাথে কত পরিমান বরফ মেশালে জলের উষ্ণতা নেমে 20° সেন্টিগ্রেড হবে?
a) 10 গ্রাম
b) কোনোটিই নয়
c) 400 গ্রাম
d) 80 গ্রাম
7) নিম্নলিখিত বস্তূগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ?
a) তামা
b) জল
c) লোহা
d) পারদ
8) চাঁদে 0° সেন্টিগ্রেড উষ্ণতায় থাকা একটি জলের বোতলকে খোলা হল। কি ঘটবে?
a) জল ফুটবে
b) কোন পরিবর্তন হবে না
c) জল জমে যাবে
d) কোনোটিই নয়
9) ফ্রিজিং মিশ্রণ হল -
a) যা অত্যন্ত কম উষ্ণতা তৈরি করে
b) যা 0° সেন্টিগ্রেড উষ্ণতায় জমে
c) যা জলকে কঠিন করে
d) যা ওষুধে ব্যবহৃত হয়
10) ঋণাত্মক কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যে কোণ হল -
a) 0°
b) 180°
c) 90°
d) 270°
11) 3730 ওয়াট = ____ হর্স পাওয়ার।
a) 746
b) 2
c) 5
d) 6
12) একটি বস্তুর গতিশক্তি 0.1% বৃদ্ধি পায়। বর্তমানে বস্তুটির ভরবেগ বৃদ্ধি হবে ।
a) 10%
b) 0.05%
c) 0.1%
d) 1%
13) 12 কেজি ওজনের একটি বোমা ফেটে 4 কেজি ও 8 কেজি ওজনের দুটি অংশে পরিণত হয়। 8 কেজি অংশের বেগ 6 m/s হলে, অপর অংশের গতিশক্তি কত?
a) 128 j
b) 32 j
c) 24 j
d) 288 j
14) একটি উত্তোলিত হাতুড়ির রয়েছে -
a) শুধুমাত্র গতিশক্তি
b) বিদ্যুৎ শক্তি
c) শব্দ শক্তি
d) মহাকর্ষীয় স্থিতিশক্তি
15) SI সিস্টেমে মৌলিক এককের সংখ্যা কত?
a) 7
b) 6
c) 5
d) 8
16) পারদের আপেক্ষিক ঘনত্ব হল -
a) 13.6
b) 0.8
c) 1
d) 2.5
17) পৃথিবীর কেন্দ্রে একটি বস্তুর ওজন হল -
a) শূন্য
b) অসীম
c) সর্বোচ্চ
d) বস্তুর ভরের সঙ্গে সমান
18) একটি বাড়ির ছাদ থেকে একটি পাথর পৃথিবীপৃষ্ঠ ছুঁতে 4 সেকেন্ড সময় নেয়। বাড়িটির উচ্চতা হলো -
a) 9.8 মিটার
b) 78.4 মিটার
c) 39.2 মিটার
d) 19.6 মিটার
19) দুটি গ্রহের একই ঘনত্ব কিন্তু ভিন্ন ব্যাসার্ধ।অভিকর্ষজ ত্বরণ হবে -
a) ছোট গ্রহে বেশি
b) নিশ্চিতভাবে কিছু বলা যাবে না
c) দুটি গ্রহেই সমান
d) বড়ো গ্রহে বেশি
20) নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের অনুপাত নিম্নলিখিত কোন সংখ্যাটির চেয়ে বেশি হলে মৌলটি তেজস্ক্রিয় হবে?
a) 1.7
b) 1.6
c) 1.5
d) 2.5
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-01 | Click Here |
No comments:
Post a Comment