General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-16 |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
⬔ পদার্থের অবস্থান্তর একটি
A) ভৌত পরিবর্তন
B) রাসায়নিক পরিবর্তন
C) ভৌত রাসায়নিক পরিবর্তন
D) কোনোটিই নয়
⬔ যে অবস্থান্তরের সময় বস্তু থেকে তাপ নিষ্কাশন করতে হয় সেই অবস্থান্তর কে বলে
A) প্রাকৃতিক অবস্থান্তর
B) নিম্ন অবস্থান্তর
C) উচ্চ অবস্থান্তর
D) স্বাভাবিক অবস্থান্তর
⬔ তাপ প্রয়োগের ফলে নিচের কোন পদার্থটি সরাসরি বাষ্পে পরিণত হয় না
A) চর্বি
B) কর্পূর
C) আয়োডিন
D) অ্যামোনিয়াম ক্লোরাইড
⬔ নির্দিষ্ট গলনাংক ও হিমাংক নেই এমন দুটি পদার্থ হল
A) মাখন ও মোম
B) বরফ ও মাখন
C) মোমও বরফ
D) বরফ
⬔ বাষ্পায়ন হয় তখন, যখন
A) ঘরে তাপমাত্রা শিশিরাঙ্ক এর সমান হয়
B) বায়ু জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়
C) আপেক্ষিক আদ্রতা 100 % হয়
D) কোনোটিই নয়
⬔ বিশুদ্ধ চাপে কি ধরনের পদার্থের গলনাংক ও হিমাংক একই হয়?
A) বিশুদ্ধ অনিয়তাকার
B) বিশুদ্ধ তরল পদার্থের
C) বিশুদ্ধ কেলাসাকার পদার্থের
D) সাধারণ যে কোন পদার্থের
⬔ যেকোনো অবস্থান্তর এর সময় পদার্থের উষ্ণতা
A) হ্ৰাস পায়
B) বৃদ্ধি পায়
C) হ্ৰাস ও বৃদ্ধি উভয় হতে পারে
D) অপরিবর্তিত থাকে
⬔ বটমলীর পরীক্ষায় সফলের জন্য পারিপার্শ্বিক উষ্ণতা থাকা উচিত
A) 0°C এর কম
B) 0°C এর বেশি
C) 0°C
D) কোনোটিই নয়
⬔ তাপমাত্রার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক
A) 0 k
B) 273 k
C) - 273 k
D) 100 k
⬔ প্যারাফিন তরল থেকে কঠিন হলে তার আয়তন হ্ৰাস পায় এর গলনাঙ্ক -
A) চাপ বাড়লে হ্ৰাস পায়
B) চাপ বাড়লে বৃদ্ধি পায়
C) চাপের উপর নির্ভর করে না
D) কোনটি সঠিক নয়
⬔ ভাত রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে -
A) সমুদ্রপৃষ্ঠে
B) সিমলায়
C) সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার নিচে কোন সাবমেরিনে
D) এভারেস্টের চূড়ায়
⬔ গরমকালে ফ্যানের হাওয়া আরামদায়ক কারণ এটি -
A) হাওয়া ঠাণ্ডা করে
B) তাপীয় বিকিরণ কমায়
C) বায়ু চলাচল বৃদ্ধি করে
D) বাষ্পায়নের হার বৃদ্ধি করে
⬔ দুই খন্ড বরফকে চেপে ধরলে একটি খন্ডে পরিণত হয় কারণ -
A) চাপে তাপ শক্তির উদ্ভব হয়
B) চাপে তাপ শক্তি শোষিত হয়
C) চাপ বাড়লে বরফের গলনাঙ্ক হ্ৰাস পায়
D) চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক বৃদ্ধি পায়
⬔ সমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক
A) কম
B) বেশি
C) উভয়ের সমান
D) জলের ঘনত্ব উপর নির্ভরশীল
⬔ বরফ গলনের লীন তাপ -
A) 540 cal/ g
B) 0 cal/g
C) 80 cal/g
D) 100 cal/g
⬔ একটি খোলা পাত্রে কিছুটা জল বাষ্পায়নের জন্য রাখা হল, কিছুক্ষণ পরে ওই জলের তাপমাত্রা -
A) সামান্য বাড়বে
B) সামান্য কমবে
C) অনেকটা কমবে
D) একই থাকবে
⬔ জলের লবণ মেশালে ওর হিমাঙ্ক -
A) কমে
B) বারে
C) প্রথমে বারে পরে কমে
D) অপরিবর্তিত থাকে
⬔ প্রেসার কুকারে রান্না অপেক্ষাকৃত দ্রুত হয় কারণ বাষ্প চাপ বৃদ্ধির ফলে
A) স্ফুটনাংক হ্রাস পায়
B) স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
C) নীল তাপ হ্রাস পায়
D) নীল তাপ বৃদ্ধি পায়
⬔ শিশিরাঙ্ক নির্ভর করে -
A) বায়ুর আয়তন এর উপর
B) বায়ুর তাপমাত্রার উপর
C) প্রতি একক আয়তনে উপস্থিতিও জলীয় বাষ্পের উপর
D) ঘরের আয়তন এর উপর
⬔ বরফের গলনাঙ্ক -
A) চাপ বৃদ্ধিতে বৃদ্ধি হয়
B) চাপ বৃদ্ধিতে হ্ৰাস পায়
C) চাপের উপর নির্ভরশীল নয়
D) কখনো বাড়ে কখনো কমে
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-15 | Click Here |
No comments:
Post a Comment