Breaking

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-14

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-14
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।


⬔ কোন দেশ গ্রীন হাউজ গ্যাস কমানোর জন্য প্রথম কার্বন ট্যাক্স চালু করে?
A) নিউজিল্যান্ড
B) অস্ট্রেলিয়া
C) জার্মানি
D) মেক্সিকো


⬔ কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের উপর হয়েছিল?
A) নিউক্লিয় পরীক্ষা বন্ধ করার জন্য
B) বিরল প্রজাতির বন্যপ্রাণী হত্যা বন্ধ করার জন্য
C) নতুন উদ্ভিদ প্রজাতির বৃদ্ধির জন্য
D) গ্রীন হাউজ গ্যাস কমানোর জন্য


⬔ নিচের কোনটি শস্য ক্ষেত্রের উৎপাদনের ক্ষতির জন্য দায়ী নয়?
A) মরুকরণ
B) জমা জল
C) লবণাক্ত মাটি
D) কোনোটিই নয়


⬔ বসুন্ধরার বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সম্ভাব্য কারণ হলো
A) মৃত্তিকা ক্ষয়
B) জল দূষণ
C) খনিজ জ্বালানির দহন**
D) কোনটাই নয়


⬔ পরিবেশ দূষণ বিষয়ে রাহুল প্রচলিত silent spring বইটির লেখিকাকে?
A) রবিন কুক
B) আর্থার  হেলি
C) রাসেল কারসন
D) চার্লস ডারউইন


⬔ পৃথিবীর মধ্যে ভারত নিচের কোনটির সর্বোচ্চ যোগানদার?
A) ম্যাঙ্গানিজ
B) অভ্র
C) তামা
D) হিরে


⬔ পৃথিবীতে নদীর উপর বাঁধ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কোন কাজটি করা হয়?
A) তাপবিদ্যুৎ উৎপাদন
B) কৃষিক্ষেত্রে জল-সরবরাহ
C) পানীয় জল সরবরাহ
D) বন্যা নিয়ন্ত্রণ


⬔ জল সংকট মোচনের জন্য কোনটি আদর্শ  সমাধান নয়?
A) বহুসংখ্যক ডিপ টিউবওয়েল গড়ে তোলা
B) জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ
C) জল দূষণ নিয়ন্ত্রণ
D) চাষবাসে অপ্রয়োজনীয়' জল নষ্ট না করা


⬔ সারের মধ্যে থাকা কোন উপাদানটি ন্যূনতম জল দূষণ ঘটায়?
A) নাইট্রোজেন
B) ফসফরাস
C) পটাশিয়াম
D) জৈব বস্তু


⬔ কোন রাসায়নিক যৌগটি কম ক্ষতিকারক?
A) ক্লো রিনেড হাইড্রোকার্বন
B) অর্গানো ফসফেট
C) কার্বো নেটস
D) পাইরে থ্রোয়েড


⬔ কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়?
A) কয়লা
B) বায়ু শক্তি
C) ঢেউ শক্তি
D) সৌরশক্তি


⬔ বেশিরভাগ পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের ক্ষেত্রে অসুবিধাজনক বিষয়টি কি?
A) অতি দূষণ
B) বর্জ্য নিক্ষেপণ ব্যয়বহুল
C) চালু রাখার খরচ বেশি
D) সরবরাহের অনিশ্চয়তা


⬔ ভারতে ভূমি অবনমন Land Degradation প্রধানত কোনটির জন্য ঘটে?
A) মরু বিস্তৃতি
B) মৃত্তিকা ক্ষয়
C) ভূমি ধ্বস
D) রাসায়নিক সার প্রয়োগ


⬔ বস্তু তন্ত্রের স্বভোজী producer কোনটি?
A) উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া
B) পশু
C) মানুষ
D) মাছ


⬔ আমাদের গ্রহটিতে নাইট্রোজেনের সর্বোচ্চ আধার কোথায়?
A) সাগর
B) বায়ুমণ্ডল
C) বায়োস্ফিয়ার
D) ফলিস ফুয়েল


⬔ ফসফরাস চক্রাকার ভূমিকা সবচেয়ে বেশি?
A) মাছ ও মানুষ
B) মানুষ ও সামুদ্রিক পাখি
C) মাছ ও সামুদ্রিক পাখি
D) পশু ও মাছ


⬔ কোনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়?
A) manas wildlife sanctuary
B)  NandsaDevi National Park
C) Kaziranga National Park
D) Periyar National Park**


⬔ ভারতবর্ষে কোনটি বিলুপ্তপ্রায় প্রজাতি?
A) Asian elephant
B) lion tailed macaque
C) Whales
D) Panda


⬔ ভারতে কোনটি biodiversity hot spot
A) Gulf of Mannar
B) Western Ghat
C) Pachmari
D) Sundar ban 


⬔ কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় ?
A)মর্লে-মিন্টো আইনে
B) মন্টেগু-চেমসফোর্ড আইন
C) 1890 খ্রিস্টাব্দের কাউন্সিল আইন
D) 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে




More PDF
PDF Link
Genarel Knowledge MCQ Part-13Click Here

No comments:

Post a Comment

×close ad