General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-8
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-8 |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
⬔ পেট্রোলিয়াম কথাটি কোন শব্দ থেকে এসেছে?
A) ল্যাটিন
B) গ্রিক
C) ইংরেজি
D) ফরাসি
⬔ ভূতাত্ত্বিক কাল অনুসারে কয়লা কত ধরনের ?
A) দুই ধরনের
B) তিন ধরনের
C) চার ধরনের
D) ছয় ধরণের
⬔ প্রাণীজ উন্নত শক্তি কত ধরনের
A) দুই ধরনের
B) তিন ধরনের
C) পাঁচ ধরনের
D) ছয় ধরণের
⬔ জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা; বক্তব্যটি উল্লেখ করেন-
A) জিমারম্যান
B) মিচেল
C) হ্যামিলটন
D) মার্শাল
⬔ সম্পদের পরিবেশ ভিত্তিক সংজ্ঞা দেওয়া হয়-
A) G-20 সম্মেলনে
B) G-7 সম্মেলনে
C) G-8 সম্মেলনে
D) বসুন্ধরা সম্মেলনে
⬔ শীতল নাতিশীতোষ্ণ বনভূমির প্রধান বৃক্ষ-
A) শাল
B) সুন্দরী
C) পাইন
D) রডোডেনড্রন
⬔ "World resource and industrial"-গ্রন্থটির রচয়িতা কে-?
A) মার্শাল
B) জিমারম্যান
C) মিডোস
D) মিচেল
⬔ জল একটি-
A) স্থানিকৃত সম্পদ
B) সর্বত্রপ্রাপ্ত সম্পদ
C) সহজলভ্য সম্পদ
D) দুষ্প্রাপ্য সম্পদ
⬔ কক ,ওক কোন জাতীয় গাছ ?
A) পর্ণমোচী
B) সরলবর্গীয়
C) ভূমধ্যসাগরীয়
D) ম্যানগ্রোভ
⬔ শক্তির উৎস হিসেবে ভারতে কয়লার ব্যবহার শতকরা-
A) 85 ভাগ
B) 75 ভাগ
C) 65 ভাগ
D) 55 ভাগ
⬔ বিশ্বে মোট উৎপাদিত শক্তির যত শতাংশ উন্নত দেশগুলিতে ব্যবহৃত
B) 70%
C) 60%
D) 50%
⬔ যে গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয়-
A) শাল
B) ইউক্যালিপটাস
C) কর্ক
D) ওক
⬔ সর্বোৎকৃষ্ট লোহার আকরিকটি হল-
A) ম্যাগনেটাইট
B) হেমাটাইট
C) লিমোনাইট
D) সিডেরাইট
⬔ শ্রীলঙ্কায় স্থানান্তরিত কৃষি কি নামে পরিচিত?
A) ঝুম
B) চেনা
C) মিল্পা
D) পোডু
⬔ AO অনুযায়ী একটি মানুষের বেঁচে থাকার জন্য দৈনিক যে পরিমাণ খাদ্য শক্তির প্রয়োজন তা হল-
A) 2200 ক্যালোরি
B) 2500 ক্যালোরি
C) 2770 ক্যালোরি
D) 3300 ক্যালোরি
⬔ লৌহের অভাবে মানবদেহের যে রোগের সৃষ্টি হয় সেটি হল-
A) অ্যানিমিয়া
B) গলগন্ড
C) স্কার্ভি
D) সবকটি
⬔ ভারতের অরন্যের প্রকৃতি মূলত-
A) পাতাঝরা
B) চিরসবুজ
C) সরলবর্গীয়
D) ম্যানগ্রোভ
⬔ বনভূমি একটি-
A) পুরনশীল সম্পদ
B) অপূরণশীল সম্পদ
C) গচ্ছিত সম্পদ
D) দুষ্প্রাপ্য সম্পদ
⬔ রিবেশবান্ধব সম্পদ এর উদাহরণ হল-
A) পেট্রোলিয়াম
B) কয়লা
C) প্রাকৃতিক গ্যাস
D) সৌরশক্তি
⬔ আন্টার্টিকার খনি সম্পদ যে অবস্থায় আছে সেটি হল-
A) বিপনন যোগ্যতারূপে
B) নিরপেক্ষ উপাদানরূপে
C) সম্ভাব্য সম্পদরূপে
D) উপরের কোনোটিই নয়
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-07 | Click Here |
No comments:
Post a Comment