Breaking

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-7

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-7
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam 
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
           সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে । 

⬔ খাদ্য পিরামিডের ভূমিতে থাকে -
a) স্বভোজী 
b) মাংসাশী
c) বিয়োজক
d) তৃণভোজী


⬔ সংরক্ষণযোগ্য প্রাণীটি  হলো -
a) মানুষ
b) বাঘ 
c) গোলাপি মাথা হাঁস
d) ডোডো পাখি


⬔ কোন প্রাণীটি আমাদের দেশে সংরক্ষিত হয় না -
a) একশৃঙ্গ গন্ডার
b) বাঘ
c) গরিলা 
d) সিংহ


⬔ ভারতে সংরক্ষিত একটি জলজ প্রাণী হল -
a) কুমির 
b) এলিগেটর
c) কচ্ছপ
d) সাপ


⬔ পশ্চিমবঙ্গের একটি অভায়ারণ্য হলো -
a) সুন্দরবন
b) জলদাপাড়া 
c) গোরু মারামারা
d) চাপড়ামারি


⬔ পশ্চিমবঙ্গের পাখিরালয় আছে -
a) সজনেখালিতে 
b) বল্লভপুরে 
c) বেথুয়াডহরিতে
d) চাপড়ামারিতে


⬔ পশ্চিমবঙ্গে হরিণ সংরক্ষণের জন্য মৃগ উদ্যান রয়েছে -
a) চাপড়ামারিতে
b) পারমাদনে 
c) জলদাপাড়ায় 
d) গোরু মারামারা


⬔ প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানের রেখে সংরক্ষণ কে বলা হয় -
a) In-situ সংরক্ষন 
b) Ex-situ সংরক্ষণ
c) In-vitor সংরক্ষণ
d) In-viov সংরক্ষণ


⬔ Key Stone প্রজাতি হলো -
a) বাঘ 
b) হরিণ
c) শুকর
d) বাদর


⬔ UNESCO দ্বারা স্বীকৃত পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ হল -
a) জলদাপাড়া
b) সুন্দরবন 
c) সজনেখালি
d) গোরুমারা


⬔ খাদ্য শৃঙ্খলে খাদকের সংখ্যা সীমাবদ্ধ থাকে -
a) 1-2 এর মধ্যে 
b) 3-5 এর মধ্যে
c) 6-8 এরমধ্যে
d)  8-16 এরমধ্যে


⬔ সংরক্ষণের সবচেয়ে কার্যকরী পন্থা হল -
a) খাদকের অপসারণ
b) বাসস্থানের সংরক্ষন 
c) রোগের টিকা প্রদান
d) প্রজনন


⬔ নিম্নলিখিত কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় -
a) নিকোটিন
b) রেসারপিন 
c) কুইনাইন
d) মরফিন


⬔ কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেটস রোগ হয় -
a) ভিটামিন A
b) ভিটামিন C
c) ভিটামিন D 
d) ভিটামিন K


⬔ অ্যামিবার গমন অঙ্গের নাম -
a) সিলিয়া
b) ফ্লাজেলা
c) ক্ষণপদ 
d) সিটা


⬔ টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয় -
a) শুক্রাশয় হইতে 
b) ডিম্বাশয় হইতে
c) অ্যাড্রিনাল গ্রন্থি হইতে
d) থাইরয়েড গ্রন্থি হইতে


⬔ রক্তের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি রোগ হল -
a) পোলিও
b) AIDS 
c) যক্ষা
d) কলেরা


⬔ নিষেক ব্যতীত স্ত্রীজননকোশ  হইতে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয় -
a) মৌমাছি 
b) ব্যাঙ
c) আমগাছ
d) পায়রা


⬔ তিমির শ্বাস অঙ্গ হল -
a) ফুলকা
b) ফুসফুস 
c)ত্বক 
d) ট্রাকিয়া


⬔ ইনসুলিন ক্ষরিত হয় -
a) পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে
b) থাইরয়েড গ্রন্থি থেকে
c) বৃক্ক থেকে
d) অগ্ন্যাশয় থেকে 



More PDF
PDF Link
Genarel Knowledge MCQ Part-06Click Here

No comments:

Post a Comment

×close ad