General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-12
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
⬔ ভূতাপ শক্তি উৎপাদনের সর্বাপেক্ষা অগ্রণী দেশ -
A) আমেরিকা যুক্তরাষ্ট্র
B) আইসল্যান্ড
C) মেক্সিকো
D) ফ্রান্স
⬔ জলবায়ু পরিবর্তনে অন্যতম কারণ -
A) এল নিনো
B) এসিড বৃষ্টি
C) হিমবাহের গলন
D) বনভূমি হ্ৰাস
⬔ বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় -
A) 2 ফেব্রুয়ারি
B) 5 ফেব্রুয়ারি
C) 22 জুলাই
D) 9 আগস্ট
⬔ ভারতে পরিবেশ রক্ষা আইন জারি হয় -
A) 1948 সালে
B) 1986 সালে
C) 1988 সালে
D) 1991 সালে
⬔ পতঙ্গভুক উদ্ভিদ কোনটি?
A)কনিফার
B) সূর্যশিশির
C) লাইকেন
D) লেগুমিনাস উদ্ভিদ
⬔ নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
A) নাইট্রাস অক্সাইড
B) নাইট্রিক অক্সাইড
C) নাইট্রোজেন ডাই অক্সাইড
D) নাইট্রোজেন পেন্টা অক্সাইড
⬔ সামাজিক পরিবেশের একটি উপাদান হলো -
A) সংস্কৃতি
B) বায়ু
C) প্রাণী জগৎ
D) কোনোটিই নয়
⬔ বায়ু একটি -
A) মৌল পদার্থ
B) যৌগ পদার্থ
C) মিশ্র পদার্থ
D) কোনোটিই নয়
⬔ সর্বোচ্চ মাথাপিছু জাতীয় আয় এর দেশ কোনটি?
A)আমেরিকা
B) ব্রিটেন
C) রাশিয়া
D) নরওয়ে
⬔ পাইন গাছের নির্যাস থেকে কি পাওয়া যায়?
A)রজন
B) ট্যানিন
C) তারপিন তেল
D) কোনোটিই নয়
⬔ পৃথিবীতে জীবের সৃষ্টি হয় আনুমানিক
A) 240 কোটি বছর আগে
B) 350 কোটি বছর আগে
C) 450 কোটি বছর আগে
D) কোনোটিই নয়
⬔ পৃথিবী তার শক্তি আরোহন করে -
A) চাঁদ থেকে
B) মঙ্গল থেকে
C) সূর্য থেকে
D) শুক্র থেকে
⬔ কলেরা হল একটি -
A) মাটি বাহিত অসুখ
B) জল বাহিত অসুখ
C) বায়ুবাহিত অসুখ
D) শব্দ বাহিত অসুখ
⬔ বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হল -
A) আয়োনোস্ফিয়ার
B) ট্রপোস্ফিয়ার
C) স্ট্রাটোস্ফিয়ার
D) থার্মোস্ফিয়ার
⬔ বিশ্ব আবহাওয়া দিবস প্রতিবছর উদযাপিত হয় -
A) 28 ফেব্রুয়ারি
B) 5 জুন
C) 23 মার্চ
D) 6 এপ্রিল
⬔ সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ?
A) অন্ধ্রপ্রদেশ
B) হিমাচল প্রদেশ
C) কেরালা
D) ওড়িশা
⬔ শব্দের নিরাপত্তা মাত্রা কোনটি ?
A) 85 ডেসিবেল
B) 75 ডেসিবেল
C) 65 ডেসিবেল
D) 90 ডেসিবেল
⬔ ভূ-তাপ মাত্রা বৃদ্ধির জন্য দায়ী ?
A) অম্ল বৃষ্টি
B) ওজোন স্তরের ক্ষয়
C) গ্রীন হাউজ গ্যাস
D) সমুদ্র দূষণ
⬔ কত খ্রিস্টাব্দে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ?
A) 1974 সালে
B) 1984 সালে
C) 1964 সালে
D) 1970 সালে
⬔ 1986 খ্রিস্টাব্দে কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটেছিল ?
A) চেরনোবিল
B) লন্ডন
C) থ্রি মাইনাস
D) ফুকুশিমা
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-11 | Click Here |
Nice sir
ReplyDelete