General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-10
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-10 |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
⬔ পৃথিবীর প্রায় কত শতাংশ কার্বন ডাই-অক্সাইড সমুদ্রের জলে মিশে রয়েছে?
A) ৯৫.২%
B) ৪৫.৬%
C) ৯৫%
D) ৯৩%
⬔ সমুদ্রের প্রায় কত মিটার গভীর পর্যন্ত নেরিটিক অঞ্চল বিস্তৃত?
A) ৩৭৪মি
B) ৩৪৫মি
C) ২৮৯মি
D) ৩৬০মি
⬔ জলজ বাসভূমির সমুদ্রের যে গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় তাকে বলে
A) এ ফটিক অঞ্চল
B) আ্যফটিক অঞ্চল
C) ইউফোটিক অঞ্চল
D) কোনোটিই নয়
⬔ সমুদ্রের প্রাকৃতিক ও জৈব পরিবেশ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায় সেটি হল -
A) ওসিয়ান টেকনোলজি
B) ওশিয়ানোগ্রাফি
C)ওশিয়ানোলজি
D) ওশিয়ানোমেট্রিক
⬔ আয়তন অনুসারে পৃথিবীর প্রায় কত শতাংশ সমুদ্র?
A) ৭১%
B) ৪৫%
C) ৮৭%
D) ৭২%
⬔ নোনা জলে বসবাসকারীদের বলা হয় -
A) ব্রায়োফাইটা
B) হ্যালোফাইট
C) উভয়ই
D) কোনোটিই নয়
⬔ জলের মাছ মরবে যদি হয় -
A) DO কম
B) BOD কম
C) DO কম কিন্তু BOD বেশি
D) BOD কম কিন্তু DO বেশি
⬔ প্রারাকৃতিক বাসভূমির মধ্যে সমুদ্র কে বলা হয় -
A)স্যাপ্রোট্রফ
B) মেরিন হ্যাবিট্যাট
C) উভয়ই
D) সী হ্যাবিট্যাট
⬔ মৃৃত্তিকার কোন স্তরে খনিজ লবণের পরিমাণ সবথেকে বেশি?
A) A স্তরে
B) B স্তরে
C) C স্তরে
D) Dস্তরে
⬔ কোন জলবায়ু যুক্ত অঞ্চলে ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা সৃষ্টি হয়?
A) নিরক্ষীয় ও ক্রান্তীয় জলবায়ু
B) নাতিশীতোষ্ণ জলবায়ু
C) ক্রান্তীয় জলবায়ু
D) মরু জলবায়ু
⬔ নিরক্ষীয় এলাকায় সমুদ্রের গড় উষ্ণতা কত?
A) ২৬.৬°c
B) ২৪.৫°C
C) ৪২.৭°c
D) ২৪.৮°c
⬔ বারি চক্রের মাধ্যমে কত শতাংশ ভৌম জল পাওয়া যায়?
A) ০.২%
B) ১.৭%
C) ৫.৪%
D) ০.০৫%
⬔ কম উর্বরও অপরিনত নবীন মৃত্তিকা হলো -
A) এরিডিসল
B) অক্সিসল
C) আ্যন্ডিসল
D) এন্টিসল
⬔ জলাভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়?
A) বেলে
B) এটেল
C) বগ
D) চারনোজেম
⬔ বারিমন্ডলে মাটির মধ্যে কত শতাংশ জল রয়েছে ?
A) ১৩৮.৬%
B) ১.৬৯%
C) ০.০০১%
D) ০.০০৩৪%
⬔ কার্বন সিঙ্ক বলা হয় -
A) জলাভূমি
B) সাগর
C) মহাসাগর
D) উপরের সবগুলি
⬔ পেডন কাকে বলে -
A) মাটির ত্রিমাত্রিক একক কে
B) মাটির দ্বিমাত্রিক একক কে
C) মাটির একক কে
D) মাটির হরাইজন কে
⬔ ভারতের কোন শহরে সমুদ্র জল থেকে প্রস্তুত করা পানীয় জল সরবরাহ করা হয়?
A) দিল্লি
B) চেন্নাই
C) কলকাতা
D) রাজস্থান
⬔ বোরণ এর পরিমাণ সবথেকে কম থাকে কোন জলে?
A) পানীয় জলে
B) পুকুরের জলে
C) নদীর জলে
D) সমুদ্রের জলে
⬔ বীরূৎ জাতীয় কান্ডের উদাহরণ হল -
A) গোলাপ
B) গম
C) সেগুন
D) টগর
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-09 | Click Here |
No comments:
Post a Comment