Breaking

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-09

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-09
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-09
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে । 

⬔ পাাইন গাছ থেকে কি সংগৃহীত হয় -
A) তারপিন তেল 
B) লাক্ষা
C) মধু
D) মোম


⬔ কোন অরণ্য থেকে মধু সংগ্রহ করা হয় ?
A) ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য থেকে 
B) সরলবর্গীয় অরণ্য থেকে
C) ক্রান্তীয় বৃষ্টি অরণ্য থেকে
D) ভূমধ্যসাগরীয় অরণ্য থেকে


⬔ হালকা জ্বালানি গ্যাস -
A) মার্স গ্যাস 
B) কার্বন-ডাইঅক্সাইড
C) নাইট্রোজেন
D) সালফার ডাই অক্সাইড


⬔ জাতীয় সম্পদ হল -
A) পাঠাগার
B) বিদ্যালয়
C) মন্দির
D) কয়লা খনি 


⬔ ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয় ?
A) তামা ও অ্যালুমিনিয়াম
B) তামা ও নিকেল
C) তামা ও টিন 
D) তামা ও দস্তা


⬔ ভাারতের কোথায় সবচেয়ে বেশি তামা উত্তোলন করা হয় -
A) মধ্যপ্রদেশে 
B) বিহারে
C) ঝাড়খন্ডে
D) সিকিমে


⬔ নিম্নলিখিত কোন সারটি বিষাক্ত নয়-
A) ভার্মি কম্পোস্ট 
B) অলড্রিন
C) ডায়াডিন
D) DDT


⬔ বর্তমানে (2011) ভারতে জনপ্রতি জল সম্পদের পরিমাণ-
A) 2200 ঘনমিটার
B) 3257 ঘনমিটার
C) 5177 ঘনমিটার 
D) 8237 ঘনমিটার


⬔ ভারত সরকারের অধীনস্থ কোন কমিশনটি কৃষ্ণা জল বন্টন সমস্যা সমাধানের নিযুক্ত করা হয়েছে ? 
A) সারদেসাই কমিশন
B) বেচাওয়াত কমিশন 
C) শাখাওয়াত কমিশন
D) রাধাকৃষ্ণান কমিশন


⬔ কোন শব্দ থেকে Soil কথাটি এসেছে ?
A) গ্রিক শব্দ সলাম
B) লাতিন শব্দ সোলুম 
C) ফারসি শব্দ সোলাম
D) ইংরেজি শব্দ সোলুম


⬔ কোন শিলা থেকে এঁটেল মাটি সৃষ্টি হয়?
A) ব্যাসল্ট 
B) গ্রানাইট
C) আগন্মেয়
D) পাললিক


⬔ উষ্ণ মরুভূমি অঞ্চলের কম উর্বর মৃত্তিকা হলো -
A) অ্যান্ডিসল
B) ভাটিসল
C) এরিডিসল 
D) অক্সিসল


⬔ মাটিতে কোন উপাদানটি সবথেকে বেশি পরিমাণে থাকে ?
A) বায়ু
B. জৈব পদার্থ
C) জল
D) খনিজ 


⬔ বৈশিষ্ট্য অনুসারে জীবমণ্ডল কে কয় ভাগে ভাগ করা যায় ?
A) দুই ভাগে 
B) তিন ভাগে
C) চার ভাগে
D) পাঁচ ভাগে


⬔ প্রাকৃতিক বাসভূমির উদাহরণ নয় কোনটি?
A) নদী 
B) হ্রদ
C) জলাভূমি
D) পুকুর


⬔ পৃথিবীতে মোট জলের পরিমাণ কত কোটি ঘন কিলোমিটার ?
A) ১৩৭.৬
B) ১৩২.৫
C) ১৩৮.৬ 
D) ২৩১.৫


⬔ পৃথিবীর বৃহত্তম বাস্তুতান্ত্রিক একক হল-
A) অরণ্য
B) সমুদ্র 
C) জলা জমি
D) নদী


⬔ Parent rock বলা হয় কোন স্তরকে ?
A) A স্তর
B) B স্তর
C) C স্তর 
D) D স্তর


⬔ কোন শাখায় মাটিকে উদ্ভিদের জন্ম বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যম হিসেবে ব্যাখ্যা করা হয় ?
A) পেডোলজি
B) ইডাফোলজি 
C) ডিপ ইকোলজি
D) উপরের কোনোটিই নয়


⬔ জলচক্রের অংশ হলো -
A) বাষ্পীভবন
B) ঘনীভবন
C) অধঃক্ষেপণ
D) উপরের সবগুলি 


More PDF
PDF Link
Genarel Knowledge MCQ Part-08Click Here

No comments:

Post a Comment

×close ad