Breaking

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-20

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-20

◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।


⬔ ভারতের বৃহত্তম সার কারখানা আছে? 
A) চিত্তরঞ্জনে 
B) নাসিকে 
C) সিন্দ্রিতে 
D) কোনো টিই না 


⬔ নীচের কোন  দেশটি বাংলাদেশের সীমান্তবর্তী নয় -
A) মেঘালয় 
B) অরুনাচলপ্রদেশ 
C) ত্রিপুরা 
D) মিজোরাম 


⬔ বাবরের স্বেচ্ছা মৃত্যুর কথা কে বর্ণনা করেন? 
A) অলবিরুনি 
B) বদায়ুনি 
C) মিনহিসিরাজ 
D) আবুলফজল 


⬔ ভারতের প্রথম মহিলা ধ্রুপদী নৃত্য শিল্পীর নাম কি?
A) ইন্দ্রানী রহমান
B) রাগিনী দেবী
C) সিতারা দেবী
D) রুক্মিণী দেবী


⬔ গোবি মরুভূমিটি অবস্থিত -
A) ভারতে 
B) জাপানে 
C) মঙ্গোলিয়ায় 
D) চিনে 


⬔ কোথায় মহাবীর দেহত্যাগ করেন?
A) পাটনা
B) পাটলিপুত্র
C) পাবা
D) বৈশালী


⬔ গৌতম বুদ্ধের দেহত্যাগ করেন?
A) সারনাথে
B) কপিলাবস্তু তে
C) কুশিনগর
D) কুন্দ পুরে


⬔ নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলী নাম কি?
A) রেংমা
B) জাদুর
C) পালি
D) শাইলা


⬔ বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম?
A) আইডলস
B) মাই ট্রুথ
C) ব্রোকেন উইন্স
D) এ সুইটেবল বয়


⬔ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন?
A) ডক্টর হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়
B) কৈলাসনাথ কায়স্থ
C) ডিএন মিত্র
D) চক্রবর্তী রাজা গোপালাচারী


⬔ বাবরের আত্মজীবনীটি কোন ভাষায় রচনা করেন? 
A) আরবি 
B) ফারসি 
C) তুর্কি 
D) হিন্দি 


⬔ কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত হয় ?
A) 1780 খ্রিস্টাব্দে
B) 1772 খ্রিস্টাব্দে
C) 1776 খ্রিস্টাব্দে
D) 1885 খ্রিস্টাব্দে


⬔ মাইথন বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
A) ঝাড়খন্ড 
B) বিহার 
C) পশ্চিমবঙ্গ
D) পাঞ্জাব 


⬔ কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে?
A) কনিষ্ক
B) কুজুল কদফিসেস
C) বিম কদফিসেস
D) দ্বিতীয় কদফিসেস


⬔ মহাবীরের আগে কতজন তীর্থঙ্কর ছিলেন?
A) 22 জন
B) 23 জন
C) 26 জন
D) কুড়ি জন


⬔ মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? 
A) আলাউদ্দিনের 
B) ইলতুৎমিসের 
C) রাজিয়ার 
D) বলবনের 


⬔ শ্রীলংকার জাতীয় ভাষা কি?
A) তামিল
B) কন্নড়
C) সিংহলি
D) তেলুগু


⬔ গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন?
A) পহ্লব
B) সাতবাহন
C) চোল
D) কুশান


⬔ বিশ্বের বৃহত্তম নদীচর হল -
A) মাজুলি দ্বিপ 
B) সাগর দ্বিপ 
C) পূর্বাসা দ্বিপ 
D) কোনো টিই না 


⬔ বৈশাখী কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব?
A) পাঞ্জাব
B) উত্তর প্রদেশ
C) অন্ধ্রপ্রদেশ
D) ওড়িশা




More PDF
PDF Link
Genarel Knowledge MCQ Part-19Click Here

No comments:

Post a Comment

×close ad