General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-19
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-19 |
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
⬔ কোন ভারতীয় রাজার সাম্রাজ্যও ভারতের বাইরে বিস্তৃত ছিল?
[A] কনিষ্ক
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] অশোক
[D] কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়ের ই
⬔ আল বিরুনী রচিত গ্রন্থ টির নাম কি?
[A] তারিখ ই হিন্দুস্তান
[B] ফতোয়া ই হিন্দুস্তানি
[C] হিন্দুস্তান নামা
[D] কিতাব উল হিন্দ
⬔ মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল?
[A] শুঙ্গ বংশ
[B] হর্ষঙ্ক বংশ
[C] নন্দ বংশ
[D] শিশুনাগ বংশ
⬔ আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল?
[A] আগ্রা
[B] ফতেপুর সিক্রি
[C] পাটনা
[D] দিল্লি
⬔ জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্ন এর একজন রত্ন ছিলেন?
[A] বল্লাল সেন
[B] ধর্মপাল
[C] দেবপাল
[D] লক্ষণ সেন
⬔ কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল?
[A] ব্রাহ্মী
[B] পালি
[C] মাগধী
[D] দেবনাগরী
⬔ কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজে সম্মেলন আহ্বান করেছিলেন?
[A] শ্বেতাম্বর
[B] মহাযান
[C] হীনযান
[D] কোনোটিই নয়
⬔ দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন?
[A] আলাউদ্দিন খলজী
[B] মুহাম্মদ বিন তুঘলক
[C] ফিরোজ শাহ তুঘলক
[D] বলবন
⬔ স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
[A] জে.বি কৃপালনী
[B] মৌলানা আবুল কালাম আজাদ
[C] চক্রবর্তী রাজা গোপালাচারী
[D] জহরলাল নেহেরু
⬔ ভারতের জাতীয় বাহিনীর( আই এনএ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?
[A] নেতাজি সুভাষচন্দ্র বসু
[B] রাসবিহারী বসু
[C] ক্যাপ্টেন মোহন সিং
[D] উত্তর রে কোনোটিই নয়
⬔ দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মত টোকন মুদ্রার প্রচলন করেছিলেন?
[A] গিয়াসউদ্দিন তুঘলক
[B] ফিরোজ শাহ তুঘলক
[C] মহম্মদ বিন তুঘলক
[D] এদের কোনোটিই সঠিক নয়
⬔ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন?
[A] গোপালকৃষ্ণ গোখলে
[B] বালগঙ্গাধর তিলক
[C] মহাদেব গোবিন্দ রানাডে
[D] অরবিন্দ ঘোষ
⬔ মরলে মিন্টো সংস্কার কত সালে হয়?
[A] 1911 সালে
[B] 1907 সালে
[C] 1909 সালে
[D] 1999 সালে
⬔ হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
[A] শিশির কুমার ঘোষ
[B] হরিশচন্দ্র চ্যাটার্জী
[C] সুরেন্দ্রনাথ ব্যানার্জি
[D] মতিলাল ঘোষ
⬔ উত্তর ভারতের তিন প্রধান বংশধারা কে শেষ করেছিল ব্রিটিশরা কোন যুদ্ধের দ্বারা?
[A] চুঁচুড়ার যুদ্ধ
[B] পলাশীর যুদ্ধ
[C] পানিপথের যুদ্ধ
[D] বক্সারের যুদ্ধ
⬔ কোন ঐতিহাসিক পুঁথিতে ভারতীয় রৌপ্য মুদ্রা কে রুপিয়া রুপা নামে অভিহিত করা হয়েছে?
[A] ভগবত গীতা
[B] পুরান
[C] উপনিষদ
[D] অর্থশাস্ত্র
⬔ কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধীয় তথ্য জানার মুখ্য সূত্র ভালো--
[A] দিব্য বন্দনা
[B] মহাভামসা
[C] প্ৰস্তর লিপি
[D] শিলালিপি
⬔ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন
[A] শিবানন্দ শাস্ত্রী
[B] রাজা রামমোহন রায়
[C] কেশব চন্দ্র সেন
[D] দেবেন্দ্রনাথ ঠাকুর
⬔ 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
[A] উই লিংটন
[B] লিথিঙগো
[C] লর্ড মিন্টো
[D] ওয়াভেল
⬔ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেছিলেন?
[A] চিত্তরঞ্জন দাস
[B] রাসবিহারী বসু
[C] সুভাষচন্দ্র বসু
[D] তিলক
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-18 | Click Here |
No comments:
Post a Comment