Breaking

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-18

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-18
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-18
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।


⬔ ভেম্বুনাদ লেক একপ্রকার–
A. তাল
B. ধান্দ
C. কয়াল 
D. প্লায়া


⬔ কাম্য জনসংখ্যা বলতেকাকে বোঝায় ?
A. মোট জনসংখ্যাকে
B. মৌলিক জনসংখ্যা কে
C. আদর্শ জনসংখ্যা কে 
D. জনাকীর্ণতাকে


⬔ সিয়াল ও সিমা স্তরের মধ্যে কোন বিযুক্তি অবস্থিত ?
A. মোহ বিযুক্তি
B. গুটেনবার্গ বিযুক্তি
C. কনরাড বিযুক্তি 
D. রেপটি বিযুক্তি


⬔ সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A. কেরালা
B. কর্নাটক
C. অন্ধ্রপ্রদেশ 
D. গুজরাট


⬔ আম্লিক শিলায় সিলিকার পরিমান কত ?
A. ৬৫% 
B. ৫৫%
C. ৪৫%
D. ৩৫%


⬔ “ জ্ঞানই সকল সম্পদেরসৃষ্টি কর্তা ”- কে বলেছেন ?
A. জিমারম্যান
B. মিচেল 
C. থমসন
D. হ্যামিল্টন


⬔ ´সঞ্জীবনী `পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. কৃষ্ণকুমার মিত্র 
B. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
C. প্রথমনাথ মিত্র
D. ভূপেন্দ্রনাথ দত্ত


⬔ বায়ুর চাপ বলয়ের সং খ্যা হল –
A. তিনটি
B. পাঁচটি
C. ছটি
D. সাতটি 


⬔ ´পি এন ঠাকুর `কার ছদ্মনাম?
A. রাসবিহারী বসু 
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. প্রফুল্ল চন্দ্র রায়
D. প্রথম নাথ মিত্র


⬔ খনিজের কাঠিন্য মাত্রা নির্ণায়ক স্কেল হল-
A. মোহ কাঠিন্য স্কেল 
B. কনরাড কাঠিন্য স্কেল
C. লেহম্যান কাঠিন্য স্কেল
D. মার্কালি স্কেল


⬔ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে?
A. 1931, 18 এপ্রিল
B. 1930, 29 এপ্রিল
C. 1931, 29 এপ্রিল
D. 1930, 18 এপ্রিল 


⬔ ভারতের অরণ্য গবেষনাগার টি কোথায় অবস্থিত ?
A. পুষা
B. নৈনিতাল
C. দেরাদুন 
D. মুসৌরি


⬔  কাকে ভারতের ´গ্রান্ড ওল্ড ম্যান `বলা হয়?
a) অরবিন্দ ঘোষ
b) বিপিনচন্দ্র পাল
c) দাদাভাই নওরোজি 
d) বালগঙ্গাধর তিলক


⬔ পশ্চিম অস্ট্রেলিয়ায় সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতেরনাম কি ?
A. টাইফুন
B. টর্নেডো
C. উইলি উইলি 
D. হ্যারিকেন


⬔ আয়ন বায়ুর গতিবেগ বেশি দেখা যায় –
A. উত্তর গোলার্ধে
B. দক্ষিণ গোলার্ধে 
C. পূর্ব গোলার্ধে
D. পশ্চিম গোলার্ধে


⬔  গান্ধীজি পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি?
A. অসহযোগ আন্দোলন
B. আইন অমান্য আন্দোলন
C. চম্পারন সত্যাগ্রহ 
D. অহিংস সত্যাগ্রহ


⬔ নাগার্জুন সাগর প্রকল্প টি কোন নদীর উপরগড়ে উঠেছে ?
A. গোদাবরী
B. কাবেরী
C. কৃষ্ণা 
D. পোনর


⬔ গ্রানাইট শিলায় গঠিত ভুমিরূপ কিরূপ ?
A. গোলাকার 
B. গম্বুজাকৃতি
C. বহুভুজাকার
D. ত্রিকোণাকার


⬔ গান্ধীজীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়েছিল কবে?
A. 1930, 12 মার্চ 
B. 1931, 12 মার্চ
C. 1930, 1 নভেম্বর
D. 1930, 20 মার্চ


⬔ হেক্টর প্রতি চা উৎপাদনে কোন রাজ্য প্রথম ?
A. পশ্চিমবঙ্গ
B. আসাম
C. কেরালা
D. তামিলনাড়ু 




More PDF
PDF Link
Genarel Knowledge MCQ Part-17Click Here

No comments:

Post a Comment

×close ad