Breaking

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-17

General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-17
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-17
◆ স্নেহের ছাত্র-ছাত্রী,
         সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।


⬔ কয়ালি তৈলশোধনাগার কোথায় অবস্থিত ? 
A. পশ্চিমবঙ্গ 
B. উত্তরপ্রদেশ 
C. গুজরাট 
D. মহারাষ্ট্র


⬔ স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত? 
A. 18
B. 19 
C. 20
D. 11


⬔ মানব মস্তিষ্কে স্নায়ুকোষ থাকে প্রায়? 
A. 1 লাখ
B. 10 শত কোটি
C. 10 কোটি
D. 40 হাজার


⬔ বাজেং ডোবা কোথায় অবস্থিত ? 
A. নেপাল
B. ত্রিপুরা 
C. মেঘালয়
D. মধ্যপ্রদেশ


⬔  ভারত থেকে মুখ্য চা আমদানিকারক দেশ কোনটি? 
A. চিন 
B. ব্রিটেন
C. জার্মান 
D. জাপান


⬔ ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়? 
A. 1960 সালে
B. 1962 সালে
C. 1954 সালে
D. 1955 সালে 


⬔ নীচের কোন রোগটি জলবাহিত নয়? 
A. জন্ডিস
B. টাইফয়েড
C. ম্যালেরিয়া
D. কলেরা


⬔ ভারতের কোন রাজ্যটি শিল্প গত দিক দিয়ে সবচেয়ে উন্নত?
A. মহারাষ্ট্র
B. গুজরাট
C. তামিলনাড়ু 
D. পাঞ্জাব


⬔ আয়তন অনুসারে পৃথিবীর প্রায় কত শতাংশ সমুদ্র?
A. ৭১% 
B. ৪৫%
C. ৮৭%
D. ৭২%


⬔ কোবরা কয়লাখনি কোথায় অবস্থিত ?
A. পশ্চিমবঙ্গে
B. উত্তরপ্রদেশ 
C. কেরালায়
D. ছত্তিশগড়


⬔ মানবদেহের বৃহত্তম কোষ কোনটি ?
A. স্নায়ুকোষ
B. যকৃৎ
C. রক্তকণিকা
D. জননকোষ


⬔ ভারতে মাথাপিছু উচ্চতম আয়ের রাজ্য হল -
A. পাঞ্জাব 
B. হরিয়ানা
C. দিল্লি 
D. কেরল


⬔ রক্তের মাধ্যমে সংক্রামিত হয় এমন একটি রোগ হল -
A. পোলিও
B. AIDS 
C. যক্ষা
D. কলেরা


⬔ জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী?  
A. আর্সেনিক 
B. আগাছা
C. ফসফেট
D. কোনো টিই না


⬔ বায়ুমণ্ডলে মেঘ ভাষার কারণ হল 
A. উষ্ণতা
B. গতি
C. চাপ
D. ঘনত্ব


⬔ রবীন্দ্রনাথের বন্দেমাতরম গানটি কবে নিজের সুরে গেয়েছিলেন ?
A.  1882 সালে
B. 1896 সালে
C. 1892 সালে
D. 1888 সালে


⬔ সোনার কেল্লার সঙ্গে কোন শহরটি সংযুক্ত? 
A. যোধপুর 
B. নাগপুর 
C. জয়শলমির 
D. পোখরান


⬔ নিরক্ষীয় এলাকায় সমুদ্রের গড় উষ্ণতা কত?
A. ২৬.৬°c 
B. ২৪.৫°C
C. ৪২.৭°c
D. ২৪.৮°c


⬔ গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
A. বিহারের চম্পারনে 
B. সবরমতী আশ্রমে 
C. গান্ধী নগরে 
D. দক্ষিণ আফ্রিকা নাটালে 


⬔ ব্রহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন? 
A. রবীন্দ্রনাথ ঠাকুর 
B. দয়ারাম সাহানি 
C. রাজারামমোহন রায় 
D. কেউই নয়




More PDF
PDF Link
Genarel Knowledge MCQ Part-16Click Here

No comments:

Post a Comment

×close ad