General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-3
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
◩ দুটি নিউরোনের সংযোগস্থানকে কী বলা হয়?
A. ভেগাস
B. অক্সিন হিলক
C. পনস
D. সাইন্যাপস
◩ গরুর দুধ হালকা হলুদ বর্ণের হয় কেন?
A. রাইবোক্লোবিন থাকে
B. ক্লোরোপ্লাস্ট থাকে
C. ক্যারোটিন থাকে
D. কোনো টিই না
◩ ব্যাঙের করোটিতে স্নায়ুর সংখ্যা -
A. 12 জোড়া
B. 10 জোড়া
C. 20 জোড়া
D. 32 জোড়া
◩ জিন কোথায় অবস্থিত ?
A. মস্তিষ্কে
B. বৃক্কে
C. ক্রোমোজমে
D. কোনো টিই না
◩ কোন উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয়?
A. গুলঞ্জ
B. ফনিমনসা
C. পাথরকুচি
D. কোনো টিই না
◩ পোলিও রোগের ভ্যাকসিনের নাম কী?
A. DPT
B. TT
C. BCG
D. OPV
◩ বসন্তরোগের টীকা কে আবিষ্কার করেন?
A. এডওয়ার্ড জেনার
B. বীরবল সাহানি
C. রোনাল্ড রস
D. নিকোলেয়ার
◩ কোন পুরুষ মাছের সঙ্গম অঙ্গ থাকে?
A. লাঙফিস
B. সার্ডন
C. হাঙর
D. কৈ
◩ কপার ডেমন বলতে কোন ধাতু কে বোঝায় ?
A. নিকেল
B. দস্তা
C. টিন
D. লোহা
◩ বায়ুমন্ডলে মেঘ ভাসার কারন কি?
A. উষ্নতা
B. গতি
C. চাপ
D. ঘনত্ব
◩ কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় ?
A. মহানদী
B. কৃষ্না
C. গোদাবরী
D. কাবেরি
◩ ভারতের হ্রড়ু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
A. পশ্চিমবঙ্গ
B. ঝাড়খণ্ড
C. তামিলনাড়ু
D. অসম
◩ ভারতের কোন মহিলা প্রথম সংগীত পরিচালনা করেন ?
A. জান্নেনবাঈ
B. মীরা নিওয়ার
C. অসীমা চ্যাটার্জি
D. কেউ ই না
◩ বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. বক্সিং
B. দাবা
C. হকি
D. জুডো
◩ কোন দেশ থেকে ম্যাগসেসে পুরষ্কার দেওয়া হয়?
A. আমেরিকা
B. জার্মানি
C. ইংল্যান্ড
D. ফিলিপাইন
◩ পালাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত ?
A. ওড়িশা
B. পশ্চিমবঙ্গ
C. বিহার
D. গোয়া
◩ হোল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. গল্ফ
B. ক্রিকেট
C. ফুটবল
D. ব্রিজ
◩ ভারতের জাতীয় সঙ্গীত কত সালে প্রথম গাওয়া হয়?
A. 1922
B. 1925
C. 1926
D. 1924
◩ ভারত ও চীনের মধ্যে চুক্তি প্রথম কতসালে সাক্ষরিত হয়?
A. 1954
B. 1950
C. 1960
D. 1961
◩ শেরশাহের তাম্রমুদ্রার নাম কী?
A. দাম
B. তাস
C. তাল
D. ধাগ
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-02 | Click Here |
No comments:
Post a Comment