General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-2
General knowledge MCQ Question - Answer for All Competitive Exam / Part-2 |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
◩ রংপুরের কৃষক বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে?
a.1783 খ্রিস্টাব্দে
b.1873 খ্রিষ্টাব্দ
c.1683 খ্রিস্টাব্দে
d. 1787 খ্রিস্টাব্দে
◩ দামোদর নদের উৎপত্তি হয়েছে -
a. রাজমহল পাহাড়
b. ছোটোনাগপুর মালভূমি
c. হিমালয়
d. পূর্বঘাট
◩ স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?
a. 18
b. 19
c. 20
d. 11
◩ অন্ধকারে দেখতে সাহায্য করে
a. ফ্লেম কোষ
b. রডকোষ
c. কোন কোষ
d. কোনোটিই নয়
◩ ঝুমুর গান পশ্চিমবঙ্গের কোন জেলায় গাওয়া হয়?
a. পশ্চিম মেদিনীপুর
b. বাঁকুড়া
c. বীরভূম
d. পুরুলিয়া
◩ বৈদ্যুতিক ইঞ্জিন তৈরি হয় -
a. ভোপাল
b. বারানসি
c. চিত্তরঞ্জন
d. কলকাতা
◩ ভারতীয় সংগীত প্রথম কোন সালে রেকর্ডিং হয়?
a. 1885 সালে
b. 1898 সালে
c. 1895 সালে
d. কোনো টিই না
◩ ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়?
a. 1960
b. 1962
c. 1954
d. 1955
◩ নিচের মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ?
a. স্মলপক্স
b. প্লেগ
c. কালাজ্বর
d. স্কাবিস
◩ নেপানগরে উৎপন্ন হয় -
a. তামা
b. দুধ
c. সংবাদপত্র ছাপানো
d. কনট্যাক্ট লেন্স
◩ ভারতের কোন রাজ্যটি শিল্প গত দিক দিয়ে সবচেয়ে উন্নত?
a. মহারাষ্ট্র
b. গুজরাট
c. তামিলনাড়ু
d. পাঞ্জাব
◩ শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কত?
a. 200 Hz এর বেশি
b. 20000 Hz
c. 20000 Hz এর বেশি
d. কোনো টিই না
◩ সায়েন্স ইন চ্যারিটি একেছেন কে?
a. পাবলো পিকাসো
b. রেনল্ডস
c. ভিঞ্চী
d. কেউ ই না
◩ শুর্পনখা চরিত্রটির সৃষ্টিকারী কে?
a. কালিদাস
b. বাল্মীকি
c. টমাস কার্লাইল
d. রবীন্দ্রনাথ ঠাকুর
◩ প্রিয়ংবদা চরিত্রটি সৃষ্টি করেছেন কে ?
a. কালিদাস
b. রবীন্দ্রনাথ
c. বাল্মীকি
d. ব্যাস
◩ কাকে আধুনিক চলচ্চিত্রের শেক্সপিয়র বলা হয়?
a. বার্গম্যান
b. টমক্রুজ
c. জনসন
d. ওরসন
◩ কোন অঞ্চলকে বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্র বলা হয়?
a. হলিউড
b. নিউইয়র্ক
c. বলিউড
d. প্যারিস
◩ সুন্দরবনের প্রবেশ দ্বার ?
a.ডায়মন্ডহারবার
b. কাকদ্বীপ.
c.বারুইপুর
d. ক্যানিং
◩ রাষ্ট্রসঙ্ঘের প্রথম সেক্রেটারি জেনারেল কে ?
a. ট্রিকভেলি
b. কোফি অন্নান
c. বান কি মুন
d. উথান্ট
◩ শিফটিং চাষবাস নিম্নের কোন রাজ্যে প্রচলিত নেই?
a.আসাম
b. পশ্চিমবঙ্গ
c. উড়িষ্যা
d. অন্ধ্রপ্রদেশ
More PDF
|
PDF Link
|
---|---|
Genarel Knowledge MCQ Part-01 | Click Here |
No comments:
Post a Comment