General knowledge MCQ Question - Answer for All Competitive Exam
General knowledge MCQ Question - Answer |
◆স্নেহের ছাত্র-ছাত্রী,
সমস্ত ধরনের চাকরির পরিক্ষার জন্য আজ তোমাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ; যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা তোমাদের আগত যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতি অনেক শক্তিশালী হয়ে উঠবে এবং সব কিছুই সহজ মনে হবে ।
◩ দামোদরের প্রধান শাখানদী কোনটি ?
A. মুন্ডেশ্বরী
B. শিলাবতী
C. মাতলা
D. রূপনারায়ন
◩ আধুনিক চিনের জনক কাকে বলা হয় ?
A. কামাল পাসা
B. বেনিজিং হুড্রো
C. সান ইয়াৎ সেন
D. কোনো টিই না
◩ কোনটির মধ্যে ব্যাতিক্রান্ত প্রসারণ দেখা যায়?
A. পারদ
B. গ্লিসারিন
C. কেরোসিন
D. জল
◩ মানব মস্তিষ্কে স্নায়ুকোষ থাকে প্রায়?
A. 1 লাখ
B. 10 শত কোটি
C. 10 কোটি
D. 40 হাজার
◩ সংগীত নাটক অ্যাকাডেমি কত সালে গঠিত হয়?
A. 1935 সালে
B. 1960 সালে
C. 1980 সালে
D. 1953 সালে
◩ রেমিজেস কোথায় থাকে ?
A. পাখির ডানায়
B. সাপের মাথায়
C. শামুকের খোলে
D. কোন টিই না
◩ কোবরা কয়লাখনি কোথায় অবস্থিত ?
A. পশ্চিমবঙ্গে
B. উত্তরপ্রদেশ
C. কেরালায়
D. ছত্তিশগড়
◩ 'দহন' - উপন্যাসটি কার লেখা?
A. সুচিত্রা ভট্টাচার্য
B. সুনীল গঙ্গোপাধ্যায়
C. বিষ্নু দে
D. সমরেশ বসু
◩ অ্যাসপারজিলাস , হল এক প্রকার -
A. ভাইরাস
B. ছত্রাক
C. আগাছা
D. কোনো টিই না
◩ 2019 লোকসভা নির্বাচনে বুথের সংখ্য ছিল প্রায় -
A. 10 কোটি
B. 10 হাজার
C. 10 লাখ
D. 90 কোটি
◩ হেপারিন নিঃসরন করে -
A. লোহিত কণিকা
B. শ্বেত কণিকা
C. অনুচক্রিকা
D. সবকটি
◩ তামিল কাব্যের জননী কাকে বলা হয়?
A. আভভাইকে
B. অন্ডালকে
C. মীরাবাঈকে
D. সালামাকে
◩ সর্বপ্রথম পিরামিড তৈরির কৌশল প্রবর্তন করেন?
A. জোস
B. ইভহোটেপ
C. কাফু
D. কোনো টিই না
◩ বিশ্ব সামাজিক বিচার দিবস পালিত হয় -
A. 1 মে
B. 2 মার্চ
C. 20 ফেব্রুয়ারি
D. কোনো টিই না
◩ জলে শৈবালের অতি বৃদ্ধির জন্য দায়ী?
A. আর্সেনিক
B. আগাছা
C. ফসফেট
D. কোনো টিই না
◩ জেচুয়ান শব্দের অর্থ কী ?
A. জনগণ
B. চালু জমি
C. বদ্বীপ অঞ্চল
D. চারটি নদী
◩ 'দায়ভাগ' বইয়ের লেখক কে?
A. জীমুতবাহন
B. জয়দেব
C. অন্ডাল
D. কেউ ই না
◩ ওস্তাদ ঈষা কোনটির প্রধান স্থপতিরূপে খ্যাত?
A. কুতুবমিনার
B. তাজমহল
C. জুমা মসজিদ
D. সবকটি
◩ নীচের কোন রোগটি জলবাহিত নয়?
A. জন্ডিস
B. টাইফয়েড
C. ম্যালেরিয়া
D. কলেরা
◩ কয়ালি তৈলশোধনাগার কোথায় অবস্থিত ?
A. পশ্চিমবঙ্গ
B. উত্তরপ্রদেশ
C. গুজরাট
D. মহারাষ্ট্র
Thnks
ReplyDelete